পাতা:মনোরম্য ইতিহাস.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



 অখণ্ড ব্রাহ্মাণ্ড খণ্ডে যিনি প্রতি দণ্ডে দণ্ডে সৃজন পালন লয় আপন ইচ্ছাতে অনায়সে করিতেছেন। এবং হস্ত, পদ, চক্ষু কর্ণাদি ইন্দিয় এবং মন, বুদ্ধি জ্ঞানাদি সকল আমাদিগকে প্রদান করিয়াছেন। এতাদৃশ যে জগদীশ্বর তাঁহাকে প্রণামান্তর ব্যাস, বসিষ্ট, বাল্মীকি, ভরদ্বাজ, মনু, জৈমিনি, আদি প্রাচীন গ্রন্থ কর্ত্তাদিগকে প্রণাম করিয়া ইদানীং শ্রেষ্ট বিশিষ্ট উৎকৃষ্ট গুণালঙ্কৃত বর্ত্তমান্‌ বিজ্ঞ মহাশয়দিগের প্রতি প্রণতিপূর্ব্বক নিবেদন এই, যে মৎ কর্ত্তৃক এই, মনোরম্য ইতিহাস নামক ক্ষুদ্র গ্রন্থ বিরচিত হইল। মহাশয়েরা তাচ্ছল্য না করিয়া কৃপাবলোকন পূর্ব্বক বাধিত করবেন।

শ্রীঅভয়চরণ দাস।