পাতা:ময়ূখ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩০
ময়ূখ

যে আমাকে চিনিতে পারিতেছেন না?” দ্বিতীয়া এই বলিয়া রেশমের রুমাল দিয়া চক্ষু মুছিল।

 তখন প্রথমা কহিলেন, “সর্‌ওয়ার্‌ খাঁ, তুমি তোমার বিবাহিতা পত্নীকে চিনিতে পারিতেছ না?”

 ময়ূখের মস্তক তখন ঘূর্ণিত হইতেছিল, তিনি কক্ষের প্রাচীর ধরিয়া দাঁড়াইলেন।

 প্রথমা পুনরায় জিজ্ঞাসা করিল, “তুমি জান আমি কে?”

 ময়ূখ সভয়ে কহিলেন, “না।”

 “আমি শাহ্‌জাদী জহানারা বেগম।”

 ময়ূখ শিহরিয়া উঠিলেন এবং বাদশাহ্‌জাদীকে অভিবাদন করিলেন।

 শাহ্‌জাদী পুনরায় জিজ্ঞাসা করিলেন, “তুমি কোথায় আসিয়াছ জান?”

 “না”

 “তুমি কেন এখানে আসিয়াছ তাহা জান?”

 “না”

 শাহ্‌জাদী দ্বিতীয় রমণীকে দেখাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, “ইনি কে?”

 ময়ূখ ধীরে ধীরে কহিলেন, “তাহাত বলিতে পারি না।”

 “ইহাকে কখনও দেখিয়াছ?”

 “স্মরণ হয় না।”

 “মিথ্যা কথা, খোজা?”