পাতা:মহাকবি কালিদাসের গ্রন্থাবলী.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8১২ দ্বত্রিংশৎ-পুত্তলিকা। ভণিত, ভো রাজন, ময়ি অন্মাৎ স্থানাৎ স্বৰ্গং গতে তত্ৰ মহেন্দ্রস্ত দৈত্যানাঞ্চ মহান, সংগ্রামোহভূৎ। তম্মিন, সময়ে বহবো রাক্ষস নিপাতিতাঃ, কেচন পলায্য গণ্ডাঃ । যুদ্ধাবসানে দেবেস্ত্রেণ সপ্রসাদমহঃ ভণিতঃ, ভো নায়ক ! তয়া অদ্য প্রভৃতি ভূলোকং প্রতি ন গন্তব্যম্, তব শাপস্তাবসানং জাত{। তবাহং প্রসন্নোহুম্মি, গৃহণেদং কুবলয়মিতি রত্ন খচিতং স্বকরাৎ মুক্তাবলম্বং মম হস্তে আদাৎ । পুনময়া ভণিতং, ভো স্বামিন্‌! অত্রাগমনসময়ে ময়৷ ভাৰ্য্যা বিক্রমার্কসমীপে নিক্ষিপ্ত, ভাং গৃহীত্ব ঝটিতি পুনরাগমিষ্যামি, ইতি পুরন্দরমুক্ত সমাগতোহম্মি। ত্বং পরনারীসহোদর, সা মম ভাৰ্য্যা দাতব্য, তা সহ পুনঃ স্বলোকং গমিষ্যামি । ভদ্বচনং শ্রুম্বা রাজা সৰ্ব্বৈঃ সহ সভায়াং তটস্থো জাতঃ। পরং বিস্ময়ং গত্বা তুষ্ণীং স্থিতঃ । পুনস্তেন ভণিতং, ভো রাজন। কিমিতি জোযমস্তিতে ? রাজ্ঞঃ সমীপস্থৈৰ্ভণিতং, তব ভাৰ্য্যা অগ্নিং প্রবিষ্ট। তেনোক্তং, কিমধর্ম ? ততস্তে নিরুত্তরীভূত আসন । তদা তেন ভণিতং, ভো রাজশিরোমণে । পরনারীসহোদর ! লোককল্পদ্রুম বিক্রমভূমিপাল ! ব্ৰহ্মায়ুর্ভব ; অহং মহেন্দ্রজালিক, তব পুরতঃ ইলজালবিদ্যালাঘ,ং দর্শিতম্। রাজাপি বিস্ময়ং গতঃ প্রসস্লোহভূং। তম্মিন্নবসরে ভাণ্ডারিকেণাগত উক্তং, ভেী মহারাজ ! পাণ্ড্যরাজেন স্বামিনে করঃ প্রেষিত । রাজ্ঞোক্তং কিং কিং প্রেষিতম্। তেনোক্তং, স্বাধিন অবহিতং শৃণু অষ্টে হাটককোটয়ন্ত্রিমবতিমুক্তফলানাং তুলাঃ,পঞ্চাশষ্মধুগন্ধলুব্ধমধুপৈঃ সংশোভিতাঃ সিন্ধুরাঃ। অশ্বানাংশিতং তথাচ চতুরং পণ্যাঙ্গনানাং শতং,শ্ৰীমদুবিক্রমভূমিপাল ভবতঃ স্ত্রীপাওরাট, প্রেষিতম্। ততো রাজ্ঞা ভণিতং, স্তে ভাণ্ডারিক এতৎ সৰ্ব্বং ঐন্দ্রজালিকায় দেহীতি। তদা তৎ সৰ্ব্বং তেন দত্তম। ইমাং কথাং কথয়িত্বা পুত্তলিকা সেই নায়ক পুনৰ্ব্বার বলিল, রাজন। আমি এই স্থান হইতে স্বর্গগমন করিলে পর তথায় দৈত্যগণের সহিত দেবরাজের তুমুলযুদ্ধ আরস্ত হইল। তাহাতে অনেক রাক্ষস নিপতিত হইল এবং কতকগুলি পলাইয়া গেল। যুদ্ধের অবসানে সুররাজ প্রসন্ন হইয়া আমাকে বলিলেন, হে নায়ক । আজ অবধি ভূমি ভূতলে ৰাইও না, তোমার শাপের অবসান হইল, আমি তোমার প্রতি প্রসন্ন হইলাম। এই বলিয়া রত্নখচিত মুক্তাবলয় নিজ কর হইতে খুলিয়া আমাকে দিলেন। আমি পুনরায় বলিলাম, প্ৰভো! এখানে আসিবার সময় আমার ভাৰ্য্যাকে রাজা বিক্রমাদিত্যের নিকট রাখিয়া আসি সুঞ্জি, আমি তাহাকে লইয়া শীঘ্ৰ আসিতেছি; ইঞ্জের নিকট এইরূপ বলিয়া আসিয়াছি। আপনি পরনারীগণের সহোদরভুল্য, এখন আমার সেই ভাৰ্য্যা প্রদান করুন, তাহাকে লইয়া পুনৰ্ব্বার স্বর্গ লোকে গমন করিব। তাহা গুনিয়া রাজা সভাস্থলে সকলের সহিত তটস্থ হইলেন এবং অভ্যস্ত বিস্থিত ও মৌনী লইয়া রছিলেন । পুনৰ্ব্বার নায়ক বলিল, রাজন। চুপ করিয়া রহিলেন কেন ? রাজার নিকটস্থিত ব্যক্তিগণ বলিঙ্গ, তোমায় ভাৰ্য্যা অনলে প্রবেশ করিয়াছে। সে বলিল, কি নিমিত্ত ? তৎপরে সভাস্থিত সকলেই নিরুত্তর হইয়া রহিল। তখন সে বলিল, হে রাজশিরোরত্ন | হে পৱনারীসহোদর। হে লোককল্পক্রম। আপনি ব্ৰহ্মায়ু হউন, আমি একজন মহান ১অজালিক, আপনার সম্মুখে ইজঙ্গালবিদ্যার নৈপুণ্য দেখাইলাম। রাজা শুনিয়া প্রথমে বিক্ষিত এবং তৎপরে তাহার প্রতি প্রসন্ন হইলেন। সেই সময়ে কোষাধ্যক্ষ আসিয়া নিবেদন করিল, মহারাজ ! পাও্যদেশের রাজা প্রভূর নিকট কর প্রেরণ করিয়াছেন। রাজা বলিলেন, কি কি পঠাইয়াছেন ? সে বলিল, প্ৰভো! মনোযোগপূর্বক শ্রবণ করুন। আট কোটি সুবর্ণ, তিরানকই কোটি মুক্তার ভার এবং মদগন্ধলুব্ধমধুকরব্যাপ্ত পঞ্চাশৎ হস্তী, তিনশত অশ্ব ও চারিশত পণ্যনারী প্রেরণ করিয়াছেন। তৎপরে রাজা বলিলেন, সেই সমস্ত জবাই এই ইজঙ্গালিককে এদান কর। তখন সে তৎসমস্তই তাহাঙ্কে প্রদান করিল। এই কথা বলিয়া পুত্তলিকা ভোজ