পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । 曾喻 SSASASJM AA AMMSMSMSMSMSMSM AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAMMMeAMS উচ্চ ছিল। এক্ষণে তিনি উক্ত পত্ৰখানির পরিচালনভার প্রাপ্ত হইবার জন্য উৎসুক হইলেন। দেশহিতৈষী কালীপ্রসন্ন এই সর্বজনহিতকর পত্রখানি ব্রিটিশ ইণ্ডিয়ান সভার জমীদার-পক্ষের মুখপত্রে পরিণত করিয়া পত্ৰখানির উদার নীতি সঙ্কীর্ণ করিতে সম্মত ছিলেন না। কিন্তু কালীপ্রসঙ্গের অভিভাবক vহরচন্দ্র ঘোষ, কৃষ্ণদাসকে পুত্রনির্বিশেষে স্নেহ করিতেন। তিনি কৃষ্ণদাসের হস্তে হিন্দু পেটিয়টের পরিচালন'ভার-প্রদানের চেষ্টা পাইলেন। শম্ভুচন্দ্র কালীপ্রসঙ্গের বাটতেই অবস্থিতি করিতেন, এবং কালীপ্রসন্নও সর্বদা তাহার সঙ্গে থাকিতে ভালবাসিতেন। একটা গুজব রটল যে, কালীপ্রসন্ন যে সৎকার্য্যে অপরিমিত দানধান করিয়া অর্থ “অপব্যয়” করিতেছেন, তাহা শম্ভুচন্দ্রেরই ইঙ্গিতে ও প্ররোচনায়। শম্ভুচন্দ্র ইহা শ্রবণ করিয়া কালীপ্রসম্নের গৃহ ও সংস্রব ত্যাগ করিলেন। অবশ্য তাহাদিগের মধ্যে পূর্বের সেই প্রতিভাব রহিল; কিন্তু কালীপ্রসঙ্গের বিশেষ অনুরোধ সত্ত্বেও শম্ভুচন্দ্র হিন্দু পেটিয়ট পরিচালনে সন্মত হইলেন না। শম্ভুচন্দ্রের বন্ধু গিরিশচন্দ্রও এই সময়ে (১৮৬১ খ্ৰীষ্টাব্দের নভেম্বর মাসে) হিন্দু পেটিয়টের সম্পাদন-ভার ত্যাগ করিলেন। কালীপ্রসন্ন কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শরণাপন্ন হইলেন । বিদ্যাসাগর মহাশয় ক্রমান্বয়ে কুঞ্জলাল বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত ও দ্বারকানাথ মিত্রের দ্বারা কয়েক সংখ্যা সম্পাদন করাইয়া দেখিলেন যে, সংবাদপত্র-পরিচালনে অনভ্যস্ত ব্যক্তির