পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । 曾铃 ーかrヘヘ*、*、*、*、*、*、*、*、*、ヘヘヘ***ヘペ*・ヘヘ*、*、ヘ**、*、*、*、*、*、*、*、*、ヘヘヘヘヘヘヘ・ダヘ****・************* এই ছন্দঃ ব্যবহার, করেন। তিনি তাহার হতোম প্যাচাকে সাধারণের করে উৎসর্গ করিয়া লিখিয়া ছিলেন— হে সজ্জন স্বভাবের সুনিৰ্ম্মল পটে, রহস্যরসের রঙ্গে, চিত্রিমু চরিত্র—দেবী সরস্বতীর বরে। কৃপাচক্ষে হের একবার ; শেষে বিবেচনা মতে, যার যা অধিক আছে তিরস্কার কিম্বা পুরস্কার দিও তাহ মোরে—বহুমানে লব শির পাতি । অবশ্য মাইকেলের ছন্দঃ ইহা অপেক্ষ অনেক মার্জিত, অনেক নিয়মাদি সঙ্গত, কিন্তু তাহা হইলেও তিনি ছন্দটির উদ্ভাবন কর্তা বলিয়া গণ্য হইতে পারেন না ।” “বঙ্গভাষার লেখক” নামক গ্রন্থের সম্পাদক ঐযুক্ত হরিমোহন মুখোপাধ্যায় মহাশয়ও হতোম প্যাচার দ্বিতীয় ভাগ হইতে উদ্ধৃত এই পংক্তিগুলির বিষয়ে বলিয়াছেন – “এই কয়েক পংক্তিতেই প্রকাশ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তৃক বস্তুতঃ কালীপ্রসন্ন,—পরিপোষ্টা মাইকেল।” বোধ হয় বিশ্বকোষ-সম্পাদকের সিদ্ধান্ত পরবর্তী অন্যান্য লেখকগণ কর্তৃক নিভুল বলিয়া স্বীকৃত ও প্রচারিত হইয়াছে। সেই জন্য এই স্থানে বলা প্রয়োজন মনে করি যে, মাইকেলের তিলোত্তম ১৮৬০ খৃষ্টাব্দে এবং মেঘনাদবধ ১৮৬১ খৃষ্টাব্দে প্রকাশিত হইয়াছিল এবং কালীপ্রসমের ‘হুতোম প্যাচা’ পর বৎসরে (১৮৬২ খ্ৰীষ্টাব্দে) প্রকাশিত হয়। সুতরাং মাইকেলই