পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । 46. ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAASAASAASAASAASAAMAMAMAAA AAAA SAS A SAS SSAS “পরম ভক্তিভাজন t ঐশ্ৰীমতী মহারাণী ভিক্টোরিয়া অতুল শ্রদ্ধাস্পদেষু— মহারাজ্ঞি ! পৃথিবীমধ্যে যখন যে দেশের সৌভাগ্যদিবাকর সমুদিত হইতে আরম্ভ হয়, সে সময় তত্রত রাজলক্ষনী অবশ্যই কোন না কোন সৰ্ব্বগুণাধার মহাত্মাকে সমাদর পূর্বক আলিঙ্গন করিয়া থাকেন। নৈসর্গিক নিয়ম এই যে, রাজ্যের উন্নতির সময় বিশুদ্ধ গুণশালী প্রজাবৎসল নরপতিগণই রাজসিংহাসনে অধিষ্ঠিত হন। জগদীশ্বরপ্রসাদে চিরদুঃখিনী ভারতভূমির ভাগ্যে এক্ষণে সেই শুভদিন উপস্থিত। হিন্দু শাসনাবসানে যবন সাম্রাজ্যের অন্তিমকালে নিত্য ন্যায়পরায়ণ ব্রিটিশজাতি রাহুগ্রস্ত শশধরসদৃশ মোগলরাজগণের করালকবলস্থিত ভারতবর্ষকে উদ্ধার করিয়াছেন, এক্ষণে দিনে দিনে তাহার মলিন মুখশ্ৰী পুনর্বার তপনোপম উজ্জ্বল কাস্তি ধারণ করিতেছে এবং ভারতবর্ষবাসিগণ আপনার অকৃত্রিম স্নেহ ও অনুগ্রচ্ছায়া লাভ করিয়া আপনাদিগকে আশাতিরিক্ত কৃতার্থম্মন্ত্য ও চরিতার্থজ্ঞান করিতেছেন। দেবি ! আমি এই শুভক্ষণ সনদর্শনে স্বদেশের হিতসাধন করিতে উৎসাহিত হইয়া আগ্রহাতিশয়সহকারে মহর্ষি বেদব্যাসপ্রণীত সংস্কৃত মহাভারত বাঙ্গালাভাষায় অবিকল অনুবাদে প্রবৃত্ত হই । এক্ষণে আটবৎসর প্রতিনিয়ত পরিশ্রমের পর বিশ্বপত জগদীশ্বরের অপার কৃপায় অল্প আমার সেই চিরসংকল্পিত কঠোর