পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

έσφ মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । SJJJSJJJSJSJJAMAJJAMMSMMM AA AJMS MJSAJAAMS MM AMM MSMSMSMM S A SAS SSAS SSMSSSMSSSMSSSMSJMMMS অভিনিবিষ্ট হইয়াছেন, ইহাতেই তিনি অবশ্ব প্রশংসনীয় ; অধিকন্তু তাঁহাতে যেরূপ ক্ষমতা প্রকাশ করিয়াছেন, তাহাতে তিনি সমস্ত বিদ্যানুরাগিদিগের ধন্যবাদার্হ হইবেন। এস্থলে ইহাও উল্লেখ্য যে, তিনি প্রস্তাবিত মহদ্ব্যাপারের যোগ্য হইলেও এবং তারুণ্যের ঔদ্ধত্য সত্ত্বেও বিহিত বিবেচনা ও গাম্ভীৰ্য্য প্রদর্শনপূর্বক তাহাকে যে সকল পণ্ডিত মহাশয়ের সাহায্য করিয়াছেন তাহা দের নিকট বিহিত কৃতজ্ঞতা স্বীকার করিয়াছেন; তষ্ঠাথ ;– “মহাভারত যেরূপ দুরূহ গ্রন্থ, মাদৃশ অল্পবুদ্ধিজন-কর্তৃক ইহা সম্যকরূপে অমুবাদিত হওয়া নিতান্ত দুষ্কর। এই নিমিত্ত ইহার অনুবাদ সময়ে অনেক কৃতবিদ্য মহোদয়গণের ভূয়িষ্ঠ সাহায্য গ্রহণ করিতে হইয়াছে, এমন কি তাহাদের পরামর্শ ও সাহায্যের উপর নির্ভর করিয়া আমি এই গুরুতর ব্যাপারের অনুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছি, তন্নিমিত্ত ঐ সকল মহানুভবদিগের নিকট চিরজীবন কৃতজ্ঞতা পাশে বদ্ধ রহিলাম।” অপর তিনি ভূমিকাতে আপন অনুবাদ-বিষয়ে আস্ফালনের পরিবর্তে যে দৈন্য প্রকাশ করিয়াছেন তাহা মহতের চিন্তু বলিয়া মানিতে হইবে। সিংহ বাবু লেখেন; “আমি যে দুঃসাধ্য ও চিরজীবনসেব্য কঠিন ব্রতে কৃত সংকল্প হইয়াছি, তাহ যে নির্বিঘ্নে শেষ করিতে পারিব, আমার এপ্রকার ভরসা নাই। মহাভারত অনুবাদ করিয়া যে লোকের নিকট যশস্বী হইব, এমত প্রত্যাশা করিয়াও এ বিষয়ে হস্তাপর্ণ