পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । محبی حاضیحات= تعبیه یحیی - শেষ জীবন। বঙ্গসাহিত্যের ইতিহাসে কালীপ্রসন্নের স্থান । ১৮৬৬ খৃষ্টাব্দে কালীপ্রসন্নের মহাভারতামুবাদ সম্পূর্ণ হয়। শেষ জীবন ও ইহার পর কালীপ্রসন্ন চারি বৎসর কাল পরলোকগমন । মাত্র জীবিত ছিলেন। অপরিমিত দান ও সদনুষ্ঠানের ব্যয়ে তিনি ঋণগ্রস্ত হইয়াছিলেন। কেহ কেহ বলেন, একমাত্র মহাভারত-প্রকাশে ও বিতরণে, তাহার নূ্যনাধিক আড়াই লক্ষ মুদ্র ব্যয় হইয়াছিল। র্তাহার উড়িষ্যার বিস্তৃত জমিদারী ও কলিকাতার বেঙ্গল ক্লাব প্রভৃতি মূল্যবান সম্পত্তি হস্তান্তরিত হইয়াছিল। তিনি কয়েকজন আত্মীয় ও বন্ধু কর্তৃক যথেষ্ট প্রতারিত হইয় অবশেষে অধিকাংশ সম্পত্তি হইতে বঞ্চিত হন। তিনি তাহার শেষ জীবন পূর্ণ শান্তিতে যাপন করিতে পারেন নাই। এই সময়ে প্রাচীন সংস্কৃত গ্রন্থাদির অধ্যয়নই তাহার একমাত্র ‘বঙ্গেশ-বিজয়’ । শান্তি ও আনন্দের কারণ হইয়াছিল। তিনি শেষাবস্থায় ‘বঙ্গাধিপপরাজয়ের বিষয় লইয়া ‘বঙ্গেশবিজয়’ নামে একখানি উপন্যাস গ্রন্থও রচনা করিতেছিলেন, ঃ

  • বাল্যবন্ধু কালীপ্রসন্ন সিংহের নামে উৎকৃষ্ট বঙ্গাধিপ-পরাজয়’ নামক সুপ্রসিদ্ধ উপন্যাসের রচয়িতা পুস্তকের ভূমিকায় লিথিয়াছেন —গ্রন্থের নাম “বঙ্গেশ"