পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ee মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । SAASAASAAJAMSMSMSMSMSMSMSMSMSMS বর্তমান প্রবন্ধে কালীপ্রসন্নের বিবিধ সদ্‌গুণরাজির সম্পূর্ণ পরিচয়-প্রদান অসম্ভব। যে সকল সদগুণে তিনি অল্পকালের মধ্যেই দেশবাসীর প্রীতি ও শ্রদ্ধা আকৃষ্ট করিয়া চিরস্মরণীয় হইয়াছেন, যে সকল সৎকার্য্যে তিনি যৌবনকালেই চিরস্থায়ী কীৰ্ত্তি ও যশঃ লাভ করিতে সমর্থ হইয়াছিলেন, তাহ চিরদিন বঙ্গবাসীকে সৎকৰ্ম্মে প্রণোদিত করিবে । কালীপ্রসম্নের স্বর্গারোহণের পর "সোমপ্রকাশে একজন লেখক লিখিয়াছিলেন – “তিনি দয়ার সাগর ও বদান্যতার আকর ছিলেন । এই নিমিত্ত তিনি জমিদার হইয়াও প্রজার পক্ষ অবলম্বন করেন। # # # তিনি কপটতা ও আড়ম্বরের অতিশয় বিপক্ষ ছিলেন। ধ্ৰু ক্ষু ফু মাতৃভক্তি, দয়া ও দানশীলতা সম্বন্ধে কালীপ্রসন্ন সিংহ আদর্শ স্বরূপ ছিলেন।” কালীপ্রসন্নের মৃত্যুর পর কবিবর রাজকৃষ্ণ রায় বঙ্গভূষণ' নামক গ্রন্থে লিখিয়াছিলেন – “ব্যাস বিরচিত মহাভারত পুরাণ, এ ভারতে কে না জানে ভারতী তাহার ? জলধি-গরভ সম গরভ যাহার রতন-নিকরে ভর, যাহার সমান পৌরাণিক ইতিহাস দুর্লভ ভুবনে ; অনুবাদ করাইয়া তুমি সে ভারতে