পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ। >e s. বাঙ্গালা ভাষায়, দিলে বঙ্গজনগণে বিনামূল্যে ; তব নাম রছিল ভারতে। যদিও তোমাতে কিছু দোষ দেখা যায়, এহেন মহান গুণে সে দোষ কি আর ধরে কেহ ; দোষাকরে যেমতি সুধার কলঙ্ক ঢাকিয়া করে গুণের প্রচার । রহিল তোমার নাম সমুজ্জ্বল হয়ে বালার্ক-বিভার সম এ বঙ্গ-নিলয়ে।” এই কবিতার শেষভাগে কালীপ্রসমের চরিত্র-দোষের উল্লেখ আছে। কালীপ্রসন্নের শেষজীবন নিষ্কলঙ্ক ছিল না। জগতে নিষ্কলঙ্ক ব্যক্তি কয়জন আছেন ? কিন্তু আমরা বর্তমান প্রবন্ধে এই বিষয়ের আলোচনা নিম্প্রয়োজন মনে করি। তাহার উদারতা, মহত্ব ও সদগুণসমূহ এই দোষকে সম্পূর্ণরূপে আবৃত করিয়া রাখিয়াছে । যদি কেহ এই সকল বিষয়ের আলোচনা করেন, তবে তিনি দেখিতে পাইবেন যে, যে স্বদেশপ্রেম, সাহিত্যপ্রীতি, সত্যনিষ্ঠ ও ধৰ্ম্মপ্রাণত এই সকল দোষ অতিক্রম করিয়া কালীপ্রসন্নের চরিত্রে বিকশিত হইয়াছিল তাহার মূল্য কত অধিক। কৃষ্ণদাস পাল সত্যই লিখিয়াছেন :– “But beneath the troubled waters of youth there was a silvery current of geniality, generosity, good-fellowship and highmindedness, which few could behold without admiring. With all his faults Kaliprasunno was a brilliant character and