পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)●び মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । SMAMAeAMAeAMASAMSYJAAASAAAAASAAAA AMMAMMMMAMAMMAMAMAMMMMAMMAAA AAAA AAAAA বৈরুনির্যাতনাক্রান্তচিত্ত ইংলণ্ডীয়ের নিৰ্ব্বোধ সিপাহিদিগের সহিত বাঙ্গালিদিগকেও কলঙ্কিত করিতে সমূহ চেষ্টা করিয়াছিল ; যখন উদ্বন্ধনে প্রাণদণ্ড ভিন্ন বাঙ্গালিদিগের আর অন্য গতি ছিল না ; তখন কেবল একমাত্র তিনিই অগ্রসর হইয়া আমাদিগের চিরপরিচিত সম্মান রক্ষা করেন ; সেই বীভৎস সময় আজিও স্মরণ হইলে পাষাণহৃদয়ও কম্পিত হয়। তখন ধনমত্ত ধনিগণ দাস্তিকত পরিহারপূর্বক সম্পদস্থলভ সুখভোগে বিরত হইয়া অন্তঃপুরে নিজ গৃহিণীর অঞ্চলদেশ আশ্রয় করিয়াছিলেন । সেই ভয়ানক দুৰ্ব্বিপাকে তিনি ভিন্ন আর কেহই অগ্রসর হন নাই । তিনি যে শুদ্ধ বিদ্রোহে আমাদিগকে রক্ষা করিয়াছেন এমত নহে। ইংরাজি ১৮৫৩ সালে যখন পালিয়ামেণ্ট কর্তৃক ইষ্ট ইণ্ডিয়া কোম্পানিরে চার্টার প্রদত্ত হয়, সে সময় ভারতবর্ষীয়ের কোম্পানির রাজ্যশাসন বিপক্ষে পার্লিয়ামেণ্টে আবেদন করেন, ঐ আবেদন পত্র তৎকর্তৃক প্রস্তুত হয়, উহা তাহার স্বহস্ত লিখিত এবং ঐ প্রস্তাবে তাহার এতদূর গুণগরিমার পরিচয় প্রাপ্ত হওয়া গিয়াছিল যে, ইংলণ্ডীয় কর্তৃপক্ষের মুক্তকণ্ঠে ঐ আবেদনের শত শত বার প্রশংসা করিয়াছিলেন ;—তাহাতে ভারতবর্যায়ের প্রার্থনাধিক ফল লাভ করেন ; সেবারে এই নিয়মে পুনর্বার চার্টার প্রদত্ত হইল যে, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির কিঞ্চিৎমাত্র দোষ দেখিলেই কর্তৃপক্ষীয়েরা তাহাদিগের হস্ত হইতে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করিবেন । ১৮৫৫ সালে