পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । ്.-- - কেবল র্তাহার অসাধারণ ধীশক্তি গুণে কত আচতুর গৃহস্থবালা সতীত্বস্বরূপ বিমল সুখানুভোগে সমর্থ হইয়াছে। হায় ! পাষাণ হৃদয়েও যে সকল কৰ্ম্ম সম্পাদিত হওয়া দুরূহ ; বিজ্ঞান বিহীন পশুচক্ষে যাহাও ঘৃণাকর বিবেচিত হয় ; এই * # # এমনি অপার মহিমা যে, অনায়াসে সরল হৃদয়ে সম্পাদন করিয়া থাকেন ! ! ! হা ! নীলহলকৰ্ষিত প্রজাগণ ! তোমরা যাহার একমাত্র অধ্যবসায় ও যত্নে স্বাধীনতা লাভ করিয়াছ ; যিনি তোমাদিগের বরদ দেবতার স্যায় অভীষ্ট সিদ্ধ করিয়াছেন, নিজব্যয়ে তোমাদিগের হিতসাধন করিয়াছেন ; সেই সদয়হৃদয় গুণনিধান আর জীবিত নাই, তিনি আর কিছুদিন জীবিত থাকিলে তোমরা প্রার্থনাধিক ফললাভে কৃতাৰ্থ হইতে পারিতে ; কিন্তু তিনি যে প্রকার সুদৃঢ় সূত্রপাত করিয়া গিয়াছেন, তাহাতে আবাল বৃদ্ধ বনিতারে তাহার গুণে বদ্ধ থাকিতে হইবে । নিজকৃত কৰ্ম্মদ্বারা গৌরব লাভ করা তাহার উদ্দেশ্য ছিল না ; স্বকীয় সৎকৰ্ম্মের পরিচয় প্রদান করা তাহার অভিপ্রায় ছিল না বলিয়াই তৎকৃত উপকাররাশি আজিও অনেকের অবিদিত রহিয়াছে, নতুবা তিনি বঙ্গদেশে জন্মগ্রহণ করিয়া বাঙ্গালীর যত উপকার সাধন করিয়াছেন, এতদিন কোন বঙ্গপুত্র দ্বারা তাহ সাধিত হয় নাই। তিনি ১২৩১ সালে কুলীন ব্রাহ্মণবংশে জন্মগ্রহণকরিয়া নিজ ৩৭ বর্ষ বয়ঃক্রমে সাতবৰ্ষ সময়মধ্যে বঙ্গদেশের সমূহ শ্ৰীবৃদ্ধি করেন।