পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । (t করেন। তাহা হইলে ক্রমে ভারতবাসীরা ইংলণ্ডের প্রজাগণের স্থায় স্বাধীনতাস্থখ ভোগে সমর্থ হইবে। র্তাহার ইচ্ছা ছিল না যে, মগ বা চিনার ভারতবর্ষ জয় করত ইংরাজদিগকে নির্বাসিত করিয়া দিলে আমরা সুখী হইব, অথবা বাঙ্গালির যুদ্ধে ইংরাজদিগকে পরাজিত করিলেই স্বাধীন হইব । স্বাধীনতা যে কি এবং তঞ্জনিত সুখ কি প্রকারে সন্তোগাৰ্ছ তাহা হরিশ বাবুই বিলক্ষণ অনুভব করিয়াছিলেন। যদি ক্রমে কর্তৃপক্ষ ভারতবর্ষীয়দিগকে উপযুক্ত বিবেচনায় রাজ্যশাসনে অংশ প্রদান করেন, যদি আমর পালিয়ামেণ্টে আপনাপন জন্মভূমির হিতবাসনার পরামর্শে রত হই, তাহ হইলেই আমরা স্বাধীন বলিয়া পরিচিত হইলাম। হায় ! যিনি এই সমূহ মঙ্গলময় উপায় উদ্ভাবন করেন, এক্ষণে সেই গুণনিধান, হতভাগ্য বঙ্গবাসীর অদৃষ্টদোষেই আমাদিগকে পরিত্যাগ করিয়া গমন করিলেন ; এক্ষণে তৎকৃত উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা আমাদিগের অবশ্য কৰ্ত্তব্য কৰ্ম্ম । যদি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রোমে বা গ্রীসে, এথেন্সে অথবা ইজিপ্টে জন্মগ্রহণ করিতেন তাহা হইলে আজি ৰ্তাহার মৃত্যুতে সংসার শোকচিত্ত্বে অঙ্কিত হইত। প্রশস্ত প্রস্তরময়ী প্রতিমূৰ্ত্তি ও সুবিস্তৃত মণ্ডপ সমূহ তাহার স্মরণার্থ নিৰ্ম্মিত হইত, প্রকাশ্মস্থলে তাহার গুণগরিমা অনিয়ত সঙ্গীত হইত ; তিনি জীবিতাবস্থায় পিতৃতুল্য সম্মান পাইতেন ও দেহাবসানে দেবতার স্যায় পূজিত হইতেন; কিন্তু যে দেশে উপকার স্বীকার করা সুদূরপরাহত, দুর্ভাগ্যক্রমে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সেই দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন।