পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট। 33 マ、ヘダ、 করের স্যায় স্তবকত্যক্ত পুষ্পের ন্যায় বাঙ্গালী সমাজ অলঙ্কৃত করিয়াছিলেন, তাহার চিরস্মরণীয় কর । নীলকরহতসৰ্ব্বস্ব বঙ্গদেশীয় প্রজাগণ ! আমি বঙ্গদেশীয় কি ধনবান্‌ কি গৃহস্থ সকলকে উপেক্ষা করিয়া প্রথমে তোমাদিগকে স্মরণ করাইয়া দি, দেখিও কৃষকের কোমল হৃদয়ে যেন অকৃতজ্ঞতা স্পর্শ করিতে না পারে। যে মহাত্মা তোমাদিগের জীবন প্রদান করিয়াছেন, যাহা হইতে তোমরা যমযাতনাপেক্ষ গুরুতর ক্লেশে পরিত্রাণ প্রাপ্ত হইয়াছ ; সুদ্ধ যাহার একমাত্র যত্নে তোমাদিগের সর্বস্ব রক্ষিত হইয়াছে ; সতীগণে সতীত্ব রক্ষায় সমর্থ হইয়াছে ; অকাল মৃত্যু, উদ্বন্ধনে প্রাণনাশ গ্রামদাহ রহিত হইয়াছে। ভারতবর্ষের যেরূপ ভাগ্য—দেবতা সহায়েও তোমাদিগের যে দুরবস্থার অপনোদন না হইত, এক হরিশ্চন্দ্রের দ্বারা তাহ পরিপূর্ণ হইয়াছে, সুতরাং তাহারে— অভীষ্ট দেবতার স্যায় পিতার স্যায় ও প্রাণদাতার স্যায় স্মরণ করা কর্তব্য। আমার আর অধিক বলা প্রয়োজনাভাব যদি তোমরা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কৃত উপকারে কৃতজ্ঞ না হও, তাহা হইলে তোমরা কি বলিয়া মুখ দেখাইবে বলিতে পারি না এবং পরিণামে তোমাদের যে কি দুর্দশা হইবে তাহারও ইয়ত্ত করা যায় না। সারস্বতাশ্রম, ১৭৮২ শকাব্দ। ভারতবর্ষীয় সমাজ হইতে নিম্নলিখিত মহাশয়ের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণার্থ চিহ্ন স্থাপন জন্য ধন সংগ্ৰহাৰ্থ কমিটি নিযুক্ত করিয়াছেন।