পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালীপ্রসন্ন সিংহ সম্পাদিত পরিদর্শকসম্বন্ধে দ্বারকানাথ বিদ্যাভূষণের অভিমত | জীবনচরিতের ৬৩ পৃষ্ঠায় কালীপ্রসন্ন সিংহ সম্পাদিত পরিদর্শক সম্বন্ধে দুই একটি কথা লিখিত হইয়াছে। সন ১২৬৯ সালের ১০ই আগ্রহায়ণ তারিখের ‘সোমপ্রকাশে সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ মহাশয় পরিদর্শক-সম্বন্ধে যে অভিপ্রায় প্রকটন করেন, পাঠকবর্গের অবগতির জন্য নিম্নে তাহ উদ্ধৃত इोंश्ल ३– পরিদর্শকের সম্পাদক পরিবর্ত \G কলেবরবৃদ্ধি। এই অগ্রহায়ণ মাসের প্রথম দিনাবধি পরিদর্শকের সম্পাদক পরিবর্ত ও কলেবর বৃদ্ধি হইয়াছে। এ দুটাই আমাদিগের আনন্দের হেতু হইয়াছে। পরিদর্শক দৈনিকপত্র। পাঠকগণ দৈনিকপত্র দ্বারা বহু বিষয় অবগত হইবার বাসন করেন। কিন্তু এতদিন উহার যেরূপ ক্ষুদ্র অবয়ব ছিল তাহাতে র্তাহাদিগের মনােরথ পূর্ণ হইবার সম্ভাবনা ছিল না। এখন ইহার বৃদ্ধি হইয়াছে। এখন জ্ঞাতব্য অনেক বিষয় উহাতে সমাবেশিত