পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ/! : তাহাদিগেরই রুচি অনুসারে গঠিত হয়। কিন্তু যে পাঠকসম্প্রদায় সংগঠিত হইয়া আপনাদের রুচিমত সাহিত্য পাইবার বাসন ব্যক্ত করে, সেই পাঠকসম্প্রদায়গঠন কালসাপেক্ষ ; তাহার সংগঠন জন্য— সেই সাহিত্যরসরসিক সামাজের আবির্ভাবের জন্য সাহিত্যের প্রয়োজন । সে সাহিত্য সৰ্ব্বত্র বিদ্যাবিলাসী ধনিগণের দ্বারা পৃষ্ঠপোষিত হইয়া পরিবর্দ্ধিত হয়। কুত্রাপি এ নিয়মের ব্যতিক্রম হয় না। ইংলণ্ডে জনসনের সময় যুগপরিবর্তন-সাহিত্য ধনীর আহ্লকুলাবন্ধনমুক্ত হইয়া বৈঠকখানা হইতে মুক্ত স্থানে আসিয়া নূতন স্বাস্থ্য, নূতন শক্তি ও নূতন শ্ৰী লাভ করিয়াছিল। জনসনের অভিধানের উৎসর্গসন্মানপ্রার্থী লর্ড চেষ্টারফিল্ডকে লিখিত জনসনের পত্রে সেই যুগান্তরঘোষণাবাণী ব্যক্ত হইয়াছিল। বাঙ্গাল সাহিত্যের গঠনযুগে কালীপ্রসন্ন সিংহ সে সাহিত্যকে সেইরূপ আমুকুলা দান করিয়াছিলেন। যখন পুথি মিলাইয়া পাঠোদ্ধার করিয়া ভ্রম্বসংশোধন করিয়া পুস্তক সম্পাদনরীতি এ দেশে নূতন, সেই সময় কালীপ্রসন্ন পণ্ডিতমণ্ডলীর সাহায্যে সেই রীতি অবলম্বন করিয়া মহাভারতের অনুবাদপ্রকাশরুপ বিরাট কার্য্য সুসম্পন্ন করিয়াছিলেন । কালীপ্রসন্ন যখন এই কার্য্যে হস্তক্ষেপ করেন। তখন বৰ্দ্ধমান রাজবাটতে মহাভারতের বঙ্গানুবাদকার্য্য আরব্ধ হইয়াছে। তবে তিনি কেন এই কার্য্যে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহ লইয়া নানা কল্পনা কালক্রমে - পল্লবিত হইয়া উঠিয়াছে; কিন্তু মানুষের কাযে অধিকাংশ স্থলে সৰ্ব্বাপেক্ষা সরল উদ্বেগুই প্রকৃত উদ্বেগু ; আমরা তাহার সরলতাহেতু তাহ পরিহার করিয়া দুজ্ঞেয় উদ্বেপ্তের কল্পনা করিয় তাহার সন্ধানে ব্যাপৃত হই। মহাভারতের উৎকৃষ্ট বা উৎকৃষ্টতর বঙ্গানুবাদ প্রচার করিয়া বঙ্গদেশে সুপরিচিত হওয়াই তাহার কার্য্যের উদ্দেশ্য হইতে পারে।