পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σιης যে কায করিয়াছিলেন, তাহা সাফল্যগৌরবে সমুজ্জ্বল হইয়াছে। বাঙ্গালীর সে সব কাযে গৰ্ব্ব করিবার অধিকার আছে। কালীপ্রসন্ন বাঙ্গালীর যে উপকার করিয়া গিয়াছেন, তাহা বাঙ্গালী কখন বিশ্বত হইতে পারিবে না। উন্নতির পথারূঢ় নব্যবঙ্গের উন্নতির প্রবর্তকদিগের যশে বাঙ্গালী কালীপ্রগরের অধিকার কোন বাঙ্গালী অস্বীকার করিতে পরিবে না । বাঙ্গালায় ইংরাজের আগমনে-ইংরাজ-শাসনের প্রতিষ্ঠায়—ইংরাজী সভ্যতার পরিচয়ে-ইংরাজী শিক্ষার প্রবর্তনে—ইংরাণী সাহিত্যের আলোচনায় যে পুনঃপ্রতিষ্ঠাপ্ৰদীপ্তি হইয়াছে, তাহার ইতিহাস আজও লিখিত হয় নাই। যখন সে ইতিহাস লিখিত হইবে, তখন দুরন্থ দর্শকের দৃষ্টিপথে যেমন মাওঁণ্ডেীদয়াস্তকালে অরুণরাগরঞ্জিত সমুচ্চ শৈলশিখরাবলীই পতিত হয়, তেমনই দুরন্থ ঐতিহাসিকের দৃষ্টিপথে যে সকল বাঙ্গালীর কীৰ্ত্তিগৌরবোজ্জ্বল নাম পতিত হইবে--র্তাহাদিগের অন্যতম-কালীপ্রসন্ন সিংহ । শ্ৰীহেমেন্দ্রপ্রসাদ ঘোষ।