পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ बशम्रा कोनीथमझ निरर। প্রাকৃতিক ঘটনা সূক্ষতমরূপে পর্যবেক্ষণ করিতেছেন, বিশেষজ্ঞের অভিজ্ঞতার সহিত কাৰ্য্য কারণের সম্বন্ধামুসন্ধানে ব্যাপৃত আছে, হয়ত নূতন আবিষ্কার দ্বার জগৎকে বিমােহিত করিতেছেন, হয় ত বা আবিষ্কারের পূর্বেই ইহলোক পরিত্যাগ করিতেছেন, কিন্তু পরবর্তী যুগের মানবগণের হৃদয়ে এরূপ বিজ্ঞানপ্রীতি বিকশিত ও র্তাহাদিগের মধ্যে এরূপ জ্ঞানবৰ্ত্তিক প্রজ্জ্বলিত করিয়া যাইতেছেন যে, তাহার কৃতকাৰ্য্যতার সহিত র্তাহার প্রদর্শিত পথের অনুসরণে প্রবৃত্ত হইতেছেন। দেখিতে পাইবেন, প্রবীণ ধৰ্ম্মবীরগণ, কেহ জন্মভূমিতে, কেহ বা জন্মভূমি পরিত্যাগ করিয়া বহুদূরবর্তী প্রদেশে, যুবকোচিত উৎসাহের সহিত পুণ্যকৰ্ম্মে প্রবৃত্ত আছেন, সহস্ৰ সহস্র নরনারীকে নবজীবন প্রদান করিতেছেন ; দেখিতে পাইবেন । প্রবীণ সাহিত্যিকগণ শক্তিশালী সাহিত্যের স্বঃি করিয়া নূতন ভাবে সমাজকে অনুপ্রাণিত করিতেছেন ; নূতন আদর্শ প্রদান করিতেছেন। দেখিতে পাইবেন, নবীন যুগের শিক্ষার্থীরা এই সকল জ্ঞানবৃদ্ধ মনীষিগণের চরণ প্রান্তে অবস্থিত হইয় তাহাদিগের উপদেশ গ্রহণ করিয়া কৰ্ম্মক্ষেত্রে প্রবেশ করিতেছেন এই সকল প্রতিভাশালী প্রবীণ অভিজ্ঞগণ দেশের জীবনে যে ভাব ও কৰ্ম্মের ধারা প্রবাহিত করিয়াছেন, পরবর্তীর সেই স্রোত অক্ষুণ্ণ রাখিতেছেন; হয় ত বা তাহাতে নূতন শক্তি প্রদান করিতেছেন। এইরূপে একের আরব্ধ কাৰ্য্য অন্তেয় দ্বারা সম্পন্ন হইতেছে ; যে ভাবস্রোতঃ একবার প্রবাহিত