পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রখম পরিচ্ছেদ । * ................ജാ কিরূপ সভ্যতা ছিল, তাহাদিগের কিরূপ বিদ্যাবুদ্ধি ছিল, কিরূপ আচার ব্যবহার ছিল, কোন ধৰ্ম্মে তাহারা বিশ্বাসবান ছিল, সে সকল আমরা জানি বলিয়া গৰ্ব্ব করি ; কিন্তু আমাদিগের পিতৃপিতামহগণ কিরূপে কালযাপন করিতেন, ভঁাহাদিগের সময়ে সমাজের কিরূপ অবস্থা ছিল, সে সকল কথা আমরা জানি না, জানিবার প্রয়োজনও বোধ করি না। মহাত্মা কালীপ্রসন্নের জন্ম বা মৃত্যুদিবসও বঙ্গসাহিত্যের কোনও ইতিহাসলেখক কর্তৃক লিপিবদ্ধ হয় নাই, তাহ জানিবার জন্য কেহ কখনও চেষ্টা করেন নাই। পুরাতন ংবাদপত্রাদি হইতে অবগত হওয়া যায় যে, কালীপ্রসন্ন ১৮৭০ খ্ৰীষ্টাব্দে উনত্রিংশ বর্ষ বয়সে দেহত্যাগ করেন। সুতরাং ১৮৪১ খ্ৰীষ্টাব্দে ঃ তিনি জন্মগ্রহণ করেন, এরূপ অনুমান অসঙ্গত নহে । - কালীপ্রসন্ন সিংহ অতি সন্ত্রান্ত ও উচ্চ বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। র্তাহার প্রপিতামহ শান্তিরাম সিংহ স্যার টমাস রমবোল্ড ও মিষ্টার মিডলটনের অধীনে মুরশিদাবাদ ও পাটনার দেওয়ানী করিয়া প্রভূত অর্থ সঞ্চয় করিয়াছিলেন। উড়িষ্যায় তাহার বিস্তৃত জমীদারী ছিল। যোড়াসাঁকোর সিংহমহাশয়গণ কলিকাতার হিন্দুসমাজে অতি উচ্চ স্থান অধিকৃত করিয়াছিলেন। শান্তিরাম নিষ্ঠাবান হিন্দু ছিলেন,

  • আচাৰ্য্য কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য পুরাতন প্রসঙ্গে’ বলিয়াছেন,—“বোধ হয় আমি উাহার সমবয়স্ক ছিলাম।” আচাৰ্য্য কৃষ্ণকমল ১৮৪৬ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন।