পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । పి মিষ্টভাষী সদ্বিদ্বান শ্ৰীযুত রায় লোকনাথ বস্তু বাহাদুরের কন্যার সহিত নির্বাহ হইবেক । এই শুভকার্য্যোপলক্ষে সিংহবাবুদিগের ভবনে কয়েক দিন ব্যাপিয়া নাচ হইতেছে। গত বুধবার রজনীতে এতদেশীয় ব্যক্তিদিগের ও বৃহস্পতিবার রজনীতে সাহেব ও বিবিদিগের মজলিস হইয়াছিল, তাহাতে বিলক্ষণ আমোদ প্রমোদ হইয়াছে। নন্দলালবাবুর বিষয়রক্ষক শ্ৰীযুত বাবু হরচন্দ্র ঘোষ অতি স্থনিয়মে বিবাহ সম্বন্ধীয় কাৰ্য্য নির্বাহ করিতেছেন; ব্রাহ্মণ পণ্ডিতদিগকে পত্র দেওয়া হইয়াছে, সামাজিক বিদায় ঘড়া, থাল, বস্ত্র, শঙ্খ, রৌপ্য নিৰ্ম্মিত লোহা বাহির হইয়াছে। আহা! বাবু নন্দলাল সিংহ মহাশয় জীবিত থাকিলে এই বিবাহে তিনি অকাতরে অর্থব্যয় করিতেন । এইক্ষণে আমাদিগের সেই বিলাপ করা বিফল মাত্র, পরমেশ্বর সমীপে প্রার্থনা করি, তিনি কালীপ্রসন্ন বাবুকে দীর্ঘায়ু ও পরম সুখে রক্ষা করুন।” বিবাহের কয়েক বৎসরের মধ্যেই কালীপ্রসয়ের বালিকা পত্নী লোকান্তরিত হন। কিছুকাল পরে কালীপ্রসন্ন রাজা প্রসন্ননারায়ণ দেবের দৌহিত্রীকে (চন্দ্রনাথ বস্তু মহাশয়ের এক কন্যা ) বিবাহ করেন। কালীপ্রসন্নের দ্বিতীয় পত্নী এখনও জীবিত আছেন। ● ১৮৫৭ খ্ৰীষ্টাব্দে ষোড়শবর্ষ বয়ঃক্রমের সময় কালীপ্রসন্ন বিদ্যালয় পরিত্যাগ করেন। বাল্যকালে কালীপ্রসন্ন অত্যন্ত চঞ্চল ছিলেন । পুরাতন