পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গৱিচ্ছেদ ।

            • & .s ാی بھی مsa

ইংরাজী ভাষাতেই রচিত হইত। স্বৰ্গীয় অক্ষয়কুমার দত্ত এই সভায় সর্বপ্রথমে বাঙ্গালা ভাষায় লিখিত প্রবন্ধ পাঠ করিয়া কিশোরীচঁাদ মিত্র প্রভৃতি ইংরাজীশিক্ষিত ব্যক্তিগণের প্রশংসা লাভ করেন । কালীপ্রসন্ন সিংহও এই সভায় বঙ্গভাষায় লিখিত অনেকগুলি মনোহর প্রস্তাব পাঠ করেন। নিম্নে সেইগুলির একটি তালিকা প্রদত্ত হইল ঃ– ১৮৫৬ খ্ৰীষ্টাব্দে ১লা জুন দিবসে বাঙ্গালী ভাষায় একটি বক্তৃতা । * . . . বাঙ্গাল ভাবার জীলন সৱে বক্তৃত। blyతీపి , , , “বাঙ্গাল নাটক" সম্বন্ধে বক্ততা। $lyఉ3 - - - বাঙ্গালা ভাষায় একটি বক্ততা। k*ఠి , . . বাঙ্গালার কৃষি সম্বন্ধীয় অবস্থা ও কৃষি-প্রদর্শনী বিষয়ে একটি প্রবন্ধ । দুঃখের বিষয়, এই প্রবন্ধগুলি এক্ষণে দুষ্প্রাপ্য হইয়াছে। কবে কালীপ্রসন্ন “বিদ্যোৎসাহী সাজিয়াছিলেন” কবে তৎকর্তৃক তদীয় গুহে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠিত হয় তাহ ঠিক জানা যায় না। ১৮৫৬ খ্ৰীষ্টাব্দে ইহা স্থাপিত হয় এরূপ অনুমান করিবার যথেষ্ট কারণ আছে। ৬কুষ্ণদাস পাল, আচাৰ্য্য কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য, yপ্যারীচঁাদ মিত্র, ভরাধানাথ শিকদার প্রভৃত্তি পণ্ডিতগণ এই সভায় প্রবন্ধাদি পাঠ করিতেন। কালীপ্রসন্ন সিংহও এই সভায় কয়েকটি প্রবন্ধ পাঠ করেন। কিন্তু এই প্রবন্ধগুলিও এক্ষণে দুষ্প্রাপ্য হইয়াছে। • . কালীপ্রসন্ন ও বিছোৎসাহিনী সভার অন্যান্য সভ্যগণ কর্তৃকই [ R ] दिप्ला९म्रोक्लिन्नी मृछ1 !