পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిy মহাত্মা কালীপ্রসন্ন সিংহ। বাঙ্গালার হিন্দুনাট্যবিদ্যার পুনরালোচনা আরব্ধ হয়। সত্য বটে, ১৮৫৭ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে সিমলা নিবাসী yআশুতোষ বিদ্যোৎসাহিনী থিয়েটার। দেবের বাটীতে বাঙ্গালার প্রথম রঙ্গমঞ্চ নিগদ ধন নিৰ্ম্মিত ও শকুন্তল অভিনীত হয়; কিন্তু অভিনয়-নৈপুণ্যের অভাবে এই অনুষ্ঠান সাফল্য লাভ করিতে পারে নাই। এক জন প্রত্যক্ষদর্শী* লিথিয়া গিয়াছেন – “The performance of ‘Sakuntala' at Simla was, however, a failure. This is not to be wondered at ; for Sakuntala being a masterpiece of dramatic genius, requires versatile and consummate talent for its representation, rarely to be met with in this country.” এই বৎসর (১৮৫৭ খ্ৰীষ্টাব্দে ) ৯ই এপ্রিল দিবসে কালীপ্রসন্ন ও র্তাহার বিদ্যোৎসাহিনী সভার সভ্যগণের চেষ্টায় কালীপ্রসন্নের ভবনে বিদ্যোৎসাহিনী থিয়েটার প্রতিষ্ঠিত ও বেণীসংহার নাটকf অভিনীত হয়। বহু সন্ত্রাস্ত ইংরাজ ও দেশীয় ব্যক্তি অভিনয় “বেণীসংহারে’র অভিনয় । s foot-tūšín fo Calcutta Review 1873—Modern Hindu Drama' ##* eRo gầsĩ l + ঐযুক্ত অমূল্যচরণ সেন সন ১৩১৮ সালের ‘অর্ঘ্যে' লিথিয়াছেন যে, কালীপ্রসন্ন "বেণীসংহার' নাটক সংস্থত হইতে অনুবাদ করিয়াছিলেন। কালীপ্রসন্ন যে কখনও সংস্কৃত হইত্তে বেণীসংছার বাঙ্গালায় অনুবাদ করিয়াছিলেন এরূপ প্রমাণু আমরা গাই নাই । বোধ হয়, কালীপ্রসঙ্গের বাটতে বেণীসংহারের অভিনয়ই এইরূপ অম্লমানের কারণ। বঙ্গসাহিত্যের ইতিহাস-পাঠকমাত্রই অবগত