পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । (দ্বিতীয় কাণ্ড, ষষ্ঠ অঙ্কে মালতীর গীত ) রাগিণী কানেড়া, তাল আড়াঠেকা। বঁচিয়ে কি ফল, আশা ন পুরিল। আমার কপালদোষে অমৃতে বিষ উঠিল। বড় সাধ ছিল মনে, সান্ত হব কাস্তসনে, পোড়া বিধি সঙ্গোপনে, সে সাধে বাদ সাধিল । আশা তরু আরোপিয়ে, যত্বে যত্নবারি দিয়ে, রাখিলাম প্রেমবনে করিয়ে যতন ॥ কোথা ফলিবে সুফল, নিরাশা বায়ু প্রবল, একেবারে করি বল, মূল সহ উচ্ছেদিল। গ্রন্থের শেষ সঙ্গীতটিও উদ্ধার যোগ্য — { নটীর গীত ) রাগিণী ভৈরবী, তাল মধ্যমান। সদাশয়ে ব্যগ্র সদা দেশের হিতসাধনে । সাদরে প্রণাম করি গুণিগণের চরণে ॥ মালতী মাধব গানে, তুষিতে রসিক জনে, সুরঙ্গে বান্ধব সনে, সাধিয়াছি প্রাণপণে । অধিনীর ভ্রমবশে, কিবা অনুবাদ দোষে, আসিলে দোষের লেশে, ক্ষমিবেন নটগণে ॥