পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পৰিচ্ছেদ। *

  • برھ .ھیجی مہماء

মুদ্রাবন্ত্র ক্রয় করিয়া উহা বিনামূল্যে প্রদান পূর্বক ওঁহাকে সাহায্য করিয়াছিলেন। সেই জন্যই একবার ভিনি জনৈক মুসলমান বন্ধুর অনুরোধে দুরবীন নামক একখানি উর্দু, পত্রিকার স্বত্ব ক্রয় করিয়া উক্ত পত্রিকার প্রচারে সাহায্য করিয়াছিলেন। এই জন্তই কালীপ্রসন্ন ‘হিন্দু পেটিয়ট নামক বিখ্যাত সাপ্তাহিক সংবাদপত্রখানির পরিচালনভার গ্রহণ করিয়াছিলেন। ‘হিন্দু পেটিয়টের সহিত কালীপ্রসরের সম্বন্ধ পরে বর্ণিত হইতেছে। হিন্দু পেটিয়টের স্বদেশপ্রাণ সম্পাদক চিরস্মরণীয় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ১৮৬১ খৃষ্টাব্দের ১৪ই জুন দিবসে দেহত্যাগ করেন । হরিশ্চন্দ্র বাক্যবীর ছিলেন না, . "****' कईशैद्र हिनन। उिनि नैोलकद्रপ্ৰপীড়িত দরিদ্র প্রজাগণের জন্ত মসীযুদ্ধ করিয়াই ক্ষান্ত ছিলেন ন, পরন্তু মুক্তহস্তে তাহাদিগকে অর্থসাহায্য প্রদান করিতেন। তিনি তাহার বহুপরিশ্রমলব্ধ অর্থ সাধারণের হিতার্থ নিয়োজিত করিয়াছিলেন। হরিশ্চন্দ্র সরকারী অফিসের চাকুরীতে যথাসম্ভব উন্নতি লাভ করিয়াছিলেন বটে, কিন্তু মৃত্যুকালে একখানি বাড়ী ও হিন্দু পেট্রিয়ট প্রেস ভিন্ন এক কপর্দকও রাখিয়া যাইতে পারেন নাই। এইরূপ অবস্থায় ‘হিন্দু পেটিয়ট পত্ৰখানির ৰিলোপ অৰশুস্তাবী হইয়াছিল। কিন্তু দেশের এইরূপ মহাকল্যাণকারী পত্ৰখানির বিলোপ কোনও মতে বাঞ্ছনীয় নহে, এইরূপ বিবেচনা করিয়া কালীপ্রসন্ন