পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । ভগবানের ইচ্ছায়ু অন্নসংস্থানের নিমিত্ত আমাকে বঙ্গের রাজধানী ও প্রধান প্রধান নগর হইতে সুদূরে অবস্থান করিতে হইতেছে। এজন্ত বৃত্তান্ত-সংগ্রহ-বিষয়ে অনাবশ্বকরূপে অনেক অর্থব্যয় ও বিলম্ব সংঘটিত হইয়াছে। বৎসরাধিককাল চেষ্টা ও বৃন্ধুবর্গের সহায্যে, অবশেষে ষে কৃতকাৰ্য্যতা লাভ করিতে সমর্থ হইয়াছি, তাহা নিরতিশয় সশঙ্কচিত্তে সাধারণের গোচরে উপস্থাপিত করিলাম। এতদ্বারা পাঠকবর্গের কিয়ুৎ পরিমাণে মনোরঞ্জন সাধিত হইলেও সমস্ত পরিশ্রম সার্থক মনে করিৰ।. যে যে মহাত্মা এই ব্রতে আমাকে সাহায্য প্রদান করিয়াছেন, তন্মধ্যে বিক্রমপুর মালথানগর-নিবাসী শ্ৰীযুক্ত বাৰু কিশোরীমোহন বস্থ, ঐ পরগণার অন্তর্গত খামসিদ্ধি-নিবাসী শ্ৰীযুক্ত স্তামাকান্ত মিত্র, ঢাকা । কলেজিয়েটু স্কুলের সহকারী হেডমাষ্টার পণ্ডিতবর ত্রযুক্ত বায়ু হরিমোহন সেন বি, এ, গৌহাটী জেলার গবর্ণমেণ্ট-উকিল মহারাজবংশপ্রভৃষ্ণ স্ত্রীযুক্ত বাৰু কালীচরণ সেন বি, এগ, বিক্রমপুর পালঙ্গ-নিবাসী মহারাজবংশগ্ৰভৰু শ্ৰীযুক্ত বাবু প্রতাপচন্দ্র সেন, ঐ পরগণার অন্তর্গত্ত ভূতপূৰ্ব্ব যপস-নিবাসী শ্রদ্ধাস্পদ ত্রযুক্ত বাৰু আনন্দনাথ রায় ও শ্ৰীযুক্ত বাবু যতীন্দ্রনাথ রায়, পণ্ডিতবর শ্ৰীযুক্ত বাবু উমেশচন্দ্র গুপ্ত বিষ্কারত্ব, স্নেহভাজন প্রমান বসন্তকুমার সেন বি, এ, এবং ভক্তিভাজন শ্ৰীযুক্ত রামচরণ কাব্যতীর্থ মহাশয়গণের নাম সমধিক উল্লেখযোগ্য। কাব্যতীর্থ মহোদয় এই পুস্তকের আস্তেীপান্ত পাঠ করিয়৷ যথাস্থানে, ९Gोझन क्लब्रिम्न].म्लिएझ्न ।