পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ه ۰ لا) শ্ৰীক্ষেত্রনিবাসিনাম্ কাশীক্ষেত্রনিবাসিনঃ শ্ৰীবিন্দুহরণ মিশ্রদ্য শ্ৰীমণিরাম দীক্ষিতস্য শ্ৰীকালিকা প্রসাদ মিশ্রস্য শ্ৰীশ্ৰীকৃষ্ণ দীক্ষিতস্য শ্ৰীদামোদর মিশ্ৰস্য শ্ৰীগোবিন্দরাম দীক্ষিতস্য শ্ৰীপ্রভাকর মিশ্ৰস্য শ্ৰীগের দীক্ষিতস্য শ্ৰীদুৰ্গাদাস মিশ্ৰস্য কনোজনিবাসিনঃ মহারাষ্ট্রনিবাসিনাম ঐরসাল শুক্লস্য শ্ৰীভাস্কর পণ্ডিতস্য মিথিলানিবাসিনাম দ্রাবিড়ানবাসিনামূ শ্রীজীবনতারা ত্ৰিবেদিনঃ ঐহলাযুদ্ধ ব্রহ্মচারণঃ শ্ৰীকৃষ্ণদাস উপাধ্যায়স্য | বলিয়াছেন,—যাহার পিতৃপিতামহ অনুপনীত তাহার এক বৎসরকাল ত্রৈবিদ্য ব্রহ্মচৰ্য্য অবলম্বন কর। কৰ্ত্তব্য ; যাহার প্রপিতামহ পৰ্য্যন্ত অনুপনীত তাহার ছয় বৎসরকাল ত্রৈবিদ্য ব্রহ্মচৰ্য্য করা বিধেয়। যাজ্ঞবল্ক্যের তৃতীয় অধ্যায় এবং মিতাক্ষরাদির প্রমাণনুসারেও ইহা সমর্থিত হইতেছে। শ্ৰীমদুবল্লালাদ অম্বষ্ঠদিগের যে যজ্ঞোপবীত ছিল তাহা লোকে বলিয়া থাকে। ইহা প্রকৃত প্রস্তাবেও সত্য। পরে পুত্র লক্ষ্মণসেনের সহিত বল্লালের লৌকিক বিরোধ উপস্থিত হইলে, কোন কোন অম্বষ্ঠ সন্তানের যজ্ঞোপৰীত লক্ষ্মণ সেনকর্তৃক দূরীকৃত হয় এবং কোন কোন অম্বষ্ঠের পূৰ্ব্বাপর নিয়মানুসারে অদ্যাপি উপনয়ন প্রচলিত আছে। আমরা এখনও দেখিতেছি যে, কড়ইধ। প্রভৃতি গ্রাম-নিবাসী অম্বষ্টদিগের যজ্ঞোপবীতাদি প্রচলিত আছে। অনুপনীত অম্বষ্ঠ হইতে উৎপন্ন যে সমস্ত অনুপনীত অম্বষ্ঠের প্রপিতামহদের অনুপনয়ন হেতু ব্রাত্য দোষ সংঘটিত হইয়াছে, তাহী ক্ষয় করিবার নিমিত্ত ছয় বৎসরকাল ব্রতানি আচরণ করা কৰ্ত্তব্য । কেহ তাহতে অসমর্থ হইলে তাহদের নবতি সংখ্যক ধেনুদান করিয়া প্রায়