পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ه ه د ) রাজেন্দ্রলাল মিত্রের পূৰ্ব্বে কেহই বল্লালকে বৈদোতর জাতিভূক্ত বলিয়৷ জানিতেন না এবং মিত্র মহাশয় স্বয়ংও স্বীকার করিয়াছেন যে, বঙ্গসমাজে বল্লাল সেন বৈদ্য বংশোদ্ভব বলিয়াই প্রথিত (১) । জনশ্রুতি সৰ্ব্ববাদ-সম্মত হুইলে তাহা চিরকালই প্রমাণ বলিয়া গৃহীত হইয়। থাকে। এস্থলে ঐ নীতির অন্যথা হওয়ার কোন কারণ দৃষ্ট হয় না। রামকান্ত কবিকণ্ঠহার এবং ভরতমল্লিক প্রভৃতি বৈদ্য-কুল-পঞ্জিকাকারগণ বল্লালকে বৈদ্য বলিয়াই নিৰ্দেশ করিয়াছেন। ব্রাহ্মণ প্রভৃতির প্রাচীন কুলজি-গ্রন্থে ও ঐ উক্তি সমর্থিত হইয়াছে । বল্লাল ও লক্ষ্মণ সেনের বিরোধ নিবন্ধন বৈদ্য সমাজে যে ঘোরতর বিপ্লব উপস্থিত হইয়াছিল, তাই বৈদাকুল পঞ্জিকার নানাস্থানে বর্ণিত আছে । ভরত মল্লিক-কৃত গ্রন্থ অনুন ২২৫ এবং রামকান্ত কবিকণ্ঠস্তারের লিখিত গ্রন্থ অনুন ২৫০ শত বৎসর পূৰ্ব্বে বিরচিত হইয়াছে, এবং তাছার প্রত্যেকেই পূৰ্ব্ব পূৰ্ব্ব কুলপঞ্জিক অবলম্বনে স্ব স্ব গ্রন্থ রচনা করিয়াছেন (২)। পূৰ্ব্বে যে ব্যবস্থাপত্র উদ্ধৃত করা হইয়াছে তাহাতেও মু প্রসিদ্ধ পণ্ডিতগণ বল্লালকে বৈদ্য বলিয়াই নির্দেশ করিয়াছেন। সম্প্রতি পণ্ডিতবর উমেশচন্দ্র দাশ গুপ্ত মহাশয় বল্লালের বৈদ্যুত্ব সম্বন্ধে, এক গ্রন্থ প্রণয়ন করিতেছেন। ঐ গ্রন্থ পাঠ করিলে, মাননীয় রাজেন্দ্রলাল মিত্র প্রভৃতি আধুনিক গ্রন্থকারগণ ৰে বল্লালকে বৈদে)তর জাতিভুক্ত (3) Indo Aryans by Dr. Rajendra Lala Mitra Page 225 | ( HR& :RTJ KKBBBB SBBBBBS BBD KSBSBBSBSBB BBB BBB BBB BBB S (২) শ্ৰীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ বন্ধব ও নব্যভারত পত্রিকায় রাজবল্লভ সম্বন্ধে প্রবন্ধ লিথিয়াছেন, তাহাতে তিনি বৈদ।-কুলজি-গ্ৰন্থ অকৰ্ম্মণ্য ও অবিশ্বাস্য বলিয়। নর্দেশ করিয়াছেন। কৈলাস বাবুর স্থায় বৈদ্য-বিদ্বেষপরায়ণ ব্যক্তির এই উক্তির ল্য কি তাহ বল নম্প্রয়োজন ।