পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( כלל ) দুরোৎক্ষিপ্তকরেণ হস্ত করিণী স্পষ্ট ন বা পদ্মিনী প্রারক্কো মধুপৈরকারণ মহোঝঙ্কারকোলাহল ॥ (১) লক্ষ্মণ—পরীবাদস্তথ্যে ভবতি বিতথোবাপি মহতাং তথাপুচ্চৈ র্দ্ধাস্নাং হরতি মহিমানং জনরব । তুলোত্তীর্ণস্যাপি প্রকটন-হতাশেষ তমস: রবেস্তাদৃক্ তেজে নহি ভবতি কন্যাং গতবতঃ । (২) বল্লাল—সুধাংশে জাতেয়ং কথমপি কলঙ্কস্য কণিকা বিধাতুদোষোয়ং নচ গুণনিধেস্তস্য কিমপি । (১) তাপ অপগত হয় নাই, তৃষ্ণও নিবৃত্তি লাভ করে নাই, শরীরের ধুলা এখনও ধৌত হয় নাই এবং মনের বাঞ্ছানুসারে এখন পয্যন্ত কন্দগ্রাস করিতেও ক্ষম হই নাই। ক্রীড়ার বিষয় এখনও হুদুর পরাহত । হস্তী পদ্মিনীকে স্পর্শ করিবার নিমিত্ত দূর হইতে শুণ্ড উত্তোলন করিয়াছে মাত্র, এখন পৰ্য্যন্তও স্পর্শ করিতে পারে নাই ; দুঃখের বিষয় ইতিমধ্যেই ভ্রমর সকল অকারণ ঝঙ্কার করিয়া কোলাহল আরস্ত করিয়াছে। (২) অপবাদ সত্যই হৌক তার মিথ্যাই হৌক,—সাধুলোকের মহিম। তদ্বার। নষ্ট হইয়। থাকে । সুৰ্য্য আশ্বিন মাসে কন্যারাশিস্থ হইলে লোকে বলে যে, তিনি কম্বাগত হইয়াছেন । এই মিথ্যা অপবাদ নিবন্ধন তিনি ঐ উক্তির অসত্যত প্রমাণ করিবার নিমিত্ত তুল রাশিতে (তুলা পরীক্ষায়) গমন করেন এবং তথা হইতে বহির্গত হইয়াও (তুলা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াও অগ্রহায়ণাদি কয়েক মাস পর্য্যন্ত নিন্তেজ ।f খ্রয়মাণ) অবস্থায় কাল যাপন করেন ।