পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ রাজবল্লভ যে সমস্ত যজ্ঞকার্য্যের অনুষ্ঠান করিয়াছিলেন, তন্মধ্যে “অগ্নিষ্ট্রোম”, “অত্যগ্নিষ্ট্রোম”, “বাজপেয়” ও “কিরাটকোণ” যজ্ঞই সমধিক প্রসিদ্ধ। একমাত্র কিরাটকোণ যজ্ঞ মুর্শিদাবাদের অন্তর্গত কিরীটেশ্বরীর আলয়ে এবং অপর সমস্ত যজ্ঞ রাজনগরে সম্পন্ন হইয়াছিল। কোন সময় এই অগ্নিষ্টোম, অত্যগ্নিষ্ট্রোম এবং বাজপেয় যজ্ঞের অনুষ্ঠান হয়, তাহা নিশ্চয়রূপে বলা যায় না। রাজবল্লভ বৰ্দ্ধমানের অন্তর্গত ঐখও নামক গ্রামে ভূতনাথ দেবের এক মন্দির প্রতিষ্ঠা করেন। ঐ মন্দির সংলগ্ন প্রস্তরে নিম্নলিখিত শ্লোক লিখিত আছে— প্রাসাদং সমকারযুৎ পরমমুং শ্ৰীভূতনাথস্য বৈ। যোহগ্নিষ্ট্রোমমহাধবরাদিমযজদ্যো বাজপেয়ী ক্ষিতে ॥ দাতা শ্ৰীযুত রাজবল্লভ নৃপোম্বষ্ঠারবিন্দর্য্যমা। শাকে তর্কমহীধুরাগরজনীনাথে চ মাঘেইসিতে ॥ (১) এতদ্বারা প্রতীয়মান হইতেছে যে, ১৬৭৬ শকে অর্থাৎ ১৭৫৪ খৃষ্টাব্দে এই মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল এবং ঐ সময়ের পূৰ্ব্বেই রাজবল্লভ অগ্নিষ্টোম ও বাজপেয়প্রভৃতি মহাযজ্ঞ সম্পাদন করিয়াছিলেন। - (১) যিনি অগ্নিষ্ট্রোম প্রভৃতি মহাযজ্ঞ সম্পাদন করিয়াছেন, যিনি পৃথিবীতে বাজপেয়ী বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন, অম্বষ্টকুলের গৌরব স্বরূপ সেই নৃপতি রাজবল্লভ ১৬৭৬ শাকের মাঘ মাসের শুক্লপক্ষে ভূতনাথ দেবের এই রমণীয় প্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন।