পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২৯ ) সিরাজেরই প্রাপ্য। আলিবর্দী প্রিয়তমা পত্নীর বাক্যে অবহেলা না করিয়া পিরাজকেই ঐ প্রদেশের শাসনকর্তৃপদে নিযুক্ত করেন। এই সময় সিরাজউদৌল্লা অতি অল্প-বয়স্ক, সুতরাং নবাব বিশ্বস্ত অমাতা জানকীরামকে সিরাজের প্রতিনিধিস্বরূপ পাটনায় সংস্থাপন করিয়া মুরশিদাবাদে প্রত্যাবৃত্ত হন । আলিবর্দীর মেদিনীপুরে অবস্থানকালে সিরাজ মুরশিদাবাদ নগরীতে প্রিয়তমা লুৎফন্নেচ্ছার মনোরঞ্জনে নিযুক্ত ছিলেন। মেহদিনেগার নামক জনৈক সন্ত্রান্তবংশীয় মুসলমান জয়নদিনের অধীনতায় কাৰ্য্য করিতেন। তিনি এই সুযোগে সিরাজকে আলিবর্দীর স্নেহশৃঙ্খল ছিন্ন করিয়া স্বাধীন হইবার নিমিত্ত উত্তেজিত করিতে প্রবৃত্ত হইলেন । তরলমতি সিরাজ মাতামহের অপরিসীম মেহরাশি তুচ্ছ করিয়া একদা রজনীযোগে প্রিয়তমা লুৎফন্নেচ্ছা ও কতিপয় অনুচরসহ পাটনা অভিমুখে প্রস্তান করিলেন । সিরাজ স্থির করিয়াছিলেন যে পাটনায় উপস্থিত হইয়া জানকীরামকে শাসনকর্তৃত্ব হইতে অপস্থত ও স্বয়ং বিহার প্রদেশের শাসনদণ্ড গ্রহণ করিবেন। এই সময় নিবাইস মহম্মদ আলিবন্দীর প্রতিনিধিস্বরূপ মুরশিদাবাদে অবস্থান করিতেছিলেন । তিনি সিরাজকে প্রতিনিবৃত্ত করিবার চেষ্টা করিয়া বিফল প্রযত্ন হইলেন এবং অবিলম্বে সিরাজ-সংক্রান্ত বৃত্তান্ত জ্ঞাপন করিবার নিমিত্ত আলিবর্দীর নিকট জনৈক দূত প্রেরণ করিলেন (১)। আলিবর্দী শিবিরাভ্যন্তরে হোসেনকুলীর্থ প্রভৃতি সন্ত্রাস্ত কৰ্ম্মচারিবর্গের সহিত বিশ্রদ্ধালাপে নিযুক্ত ছিলেন, এমন সময় নিবাইসের প্রেরিত দূত তথায় উপস্থিত হইয়া সমস্ত বৃত্তান্ত জ্ঞাপন করিল। স্নেহপ্রবণ বর্ষীয়ান নবাব এই সংবাদ শ্রবণে মৰ্ম্মাহত হইলেন ; কিয়ুৎকাল (1) English translation of Sair Motakharin by Hagi Mostapha Vol. II. Pages 93 to 95.