পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩৬ ) আমাদিগকে কি জন্য পরিত্যাগ করিতেছেন ? ইতিমধ্যে ঘেসেটিবিবী পূৰ্ব্ব সঙ্কেত মতে তথায় আসিয়া বলিলেন “ভগ্নি, তোমার ভ্রাতা অন্যায় কথা বলিতেছেন না, তুমি বৃথা অভিমান করিয়া উহার সরলপ্রাণে ব্যথা প্রদান করিতেছ।” এই সময় নিবাইস আসন হইতে গাত্ৰোখান করিলেন এবং যুক্তকরে ঐ মহিলার সম্মুখে দণ্ডায়মান হইয়া ক্ষমাপ্রার্থনা করিলেন । স্নেহপ্রবণ রমণীহৃদয় নিবাইসের এই অমায়িক ব্যবহারে বিগলিত হইয়া গেল এবং সৈয়দ-পত্নী তৎক্ষণাৎ দণ্ডায়মান হইয়া অশ্রুসিক্তলোচনে ও আবেগপূর্ণদ্বদয়ে ভগবানের নিকট মহানুভব নিবাইস মহম্মদের উন্নতি ও পরমায়ু বৃদ্ধির প্রার্থনা করিলেন। বলা বাহুল্য, অতঃপর ঐ মহিলা অনেক দিন পৰ্য্যন্ত মুরশিদাবাদে অবস্থান করিয়া নিবাইসের আর্থিকসাহায্য উপভোগ করিয়াছিলেন (১)। নিবাইস মহম্মদ এইরূপ কত যে দান করিয়াছেন তাহার ইয়ত্তা করা দুঃসাধ্য । সুযোগ্য দেওয়ান রাজবল্লভ ঢাকা হইতে নিয়মিতরূপে যে রাজকর প্রদান করিতেন তদ্বারা নিবাইসের যাবতীয় ব্যয় নিৰ্ব্বাহিত হইত (২) । জন-কোলাহল-পরিপূর্ণ মুরশিদাবাদ, নগরের অনৈসর্গিক শোভায় নিবাইসের সুকোমল হৃদয় পরিতৃপ্তি লাভ করিতে সমর্থ হয় নাই । প্রকৃতি দেবীর স্বভাবসিদ্ধ রমণীয়তা-দর্শনের নিমিত্ত তিনি মতিঝিল নামক সরোবরের তীরে উদ্যান বাটিকা প্রস্তুত করিতে ইচ্ছা করিলেন । এই সরোবর মুরশিদাবাদ নগর হইতে দুই মাইল দক্ষিণে ছিল, কালে ঐ স্রোতঃপ্রবাহ রুদ্ধ হইয়৷ অশ্বপাজুকাকৃতি হ্রদের আকারে পরিণত হইয়াছিল। ঐ সরোবরের অভ্যন্তরে মুক্ত উৎপন্ন হইত বলিয়া লোকে (১) ঐযুক্ত বাবু অক্ষয় কুমার মৈত্রেয় প্রণীত "সিরাজউদৌল্লা ৯২ পৃঃ । (2) English translation of Sair Motakharin by Hagi-Mostapha V ol. II. l'ages 123 to 133.