পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २8२ ) . দরবারে অনুপস্থিত ছিলেন । রামদাস দরবার গুহ হইতে বহির্গমন করিয়া পিতার চরণ বন্দনা করিবার নিমিত্ত রাজবল্লভের গৃহে আগমন করিলে তিনি পুত্রকে উদ্ধত ব্যবহারের নিমিত্ত নিরতিশয় ভৎসন। করিলেন । ঐ সময় রামদাস অবনতমস্তকে তথায় নীরবে দণ্ডায়মান ছিলেন ; কিন্তু পিতার অন্তরালে গিয়া তিনি অনুচরবর্গকে বলিলেন, “পিতৃদেব কৃষ্ণজীবন মজুমদারের পুত্র বলিয়াই এত সাহসপূন্ত— র্তাহার স্মরণ রাখা কৰ্ত্তব্য যে আমি মহারাজ রাজবল্লভের ঔরসে জন্মগ্রহণ করিয়াছি।” অপরিণতবয়সে প্রভূত ক্ষমতা লাভ করিয়া রামদাস ইন্দ্রিয় সংষম শিক্ষালাভের অবসর প্রাপ্ত হন নাই । রাজকাৰ্য্যলাভের অব্যবহিত পরেই তিনি বিলাসসাগরে নিমগ্ন হইয়া ষথেচ্ছক্কপে ইঞ্জিয়পরিচালনা করিতে প্রবৃত্ত হন। এক বৎসর অতীত না হইতে রামদাস নানাবিধ কুৎসিৎ রোগে আক্রান্ত হইয় পড়েন। যখন তদীয় জীবন-প্রদীপ ক্রমে নিৰ্ব্বাণোন্মুখ হইল, তখন আত্মীয়বর্গ তাহাকে নৌকাযোগে রাজনগর লইয়া চলিল। বিধাতা রামদাসের ভাগ্যে মৃত্যুকালে জন্মভূমি দর্শন মুখ লিখিতে বিস্তৃত হইয়াছিলেন, পথিমধ্যেই তাহার প্রাণপার্থী দেহ পিঞ্জর পরিত্যাগ করিয়া অনস্তধামের দিকে উড়ীয়মান হইল। প্রতিভা, সংযমশিক্ষার অভাৰে মুকুলিত হইৰাৱ পূৰ্ব্বেই ৰিলম্বপ্রাপ্ত হইল (১) । (১) কথিত আছে যে রাজবল্লভ পুত্রের উচ্ছৃঙ্খলতার বৃত্তান্ত অবগত হইয়। উপযুক্ত শিক্ষা দিবার অভিপ্রায়ে উহাকে এক অন্ধকার কক্ষে আবদ্ধ করেন। রামদাসের জননী এই ঘটনায় সাতিশয় মৰ্ম্মাহত হন এবং জপস-নিবাসী স্ব প্রসিদ্ধ লালী রামপ্রসাদের সাহায্যে নবাব দরৰারে পুত্রের মুক্তিৰু নিমিত্ত আবেদন করেন, নবাৰ স্নেহপরায়ণ জননীর কাতর প্রার্থন পূর্ণ করিয়াছিলেন। ১৩.৬ সনের জ্যৈষ্ঠ সংখn নিৰ্ম্মাল্য, ৬-পূঃ ; শ্ৰীযুক্ত বাবু সতীশচন্দ্র সেন প্রণীত মহারাজ রাজবল্লভ নামক গ্রৰদ্ধ।