পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৪৩ ) এই সময় দ্বিতীয় পুত্র কৃষ্ণদাসের বয়ঃক্রম দ্বাবিংশবর্ষ অতিক্রম করে নাই। নিবাইস প্রিয় অমাত্যের পুত্ৰশোক অপনোদন করিবার উদ্দেশ্যে কৃষ্ণদাসকে রামদাসের পদে নিযুক্ত করিলেন। যৌবনের উন্মেষণে অপ্রতিহত ক্ষমতা হইতে যে কুফল প্রস্থত হয়, তাহ রাজবল্লভ জ্যেষ্ঠপুত্রের দৃষ্টাস্তে বিলক্ষণরূপে হৃদয়ঙ্গম করিয়াছিলেন। সুতরাং কৃষ্ণদাসের পর্য্যবেক্ষণ ও র্তাহার কার্য্যে সাহায্য করিবার নিমিত্ত, তিনি নিবাইসকে বলিয়া রায় মৃত্যুঞ্জয়নামক বিচক্ষণ ভ্রাতু-পুত্রকে কৃষ্ণদাসের সহকারী নিযুক্ত করিলেন। কৃষ্ণদাস যখন দেওয়ানিপদে অধিষ্ঠিত ছিলেন সেই সময়, ১৭৫৫ খৃষ্টাব্দের জুলাই মাসে তদীয় নাএব আবুতালী, ওলন্দাজ বণিকূ-সম্প্রদায়ের নিকট নজরাণ বাবদ কিয়ুৎ পরিমাণ অর্থ তলপ করেন। ওলন্দাজ বণিকৃগণ তাহ প্রদান করিতে অসম্মত হইলে, ঐ নাএব তাহাদের কুঠির জনৈক কৰ্ম্মচারীকে ঢাকার দুর্গে কারারুদ্ধ করিয়া রাখেন। অবশেষে ঐ কুঠির অধ্যক্ষ আদিষ্ট অর্থ প্রদান করিতে প্রতিশ্রত হওয়ায় ঐ কৰ্ম্মচারী মুক্তিলাভ করিয়াছিল। এই ঘটনায় পাশ্চাত্য বণিকূ-সম্প্রদায়-মধ্যে বিষম আন্দোলন উপস্থিত হয় এবং র্তাহারা নবাব আলিবদীর নিকট ইহার প্রতীকারের নিমিত্ত আবেদন করিবার সংকল্প করেন ; পশ্চাৎ ঐ আবেদন প্রেরিত হইয়াছিল কিনা তাহা জানা যায় নাই । (১) (1) On the 12th instant we received a letter from Mr. Nicholas Claren Bault, Chief &c., Council at Dacca dated the 7th,informing us Meer Abu Taleb, naib to Nawab Kissendas, on a pretence of a demand of some considerable present from the Dutch factory there, had seized a writer belonging to the Dutch and confined him in the Killah till the Dutch chief made a promise of complying with their demand &c. &c., Consultation July 14, 1755. Long's Unpublished Records of Government, from 1748 to 1767, page 59.