পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(' > 8w ) নিবাইস এই বৃত্তান্ত অবগত হইয়া সাতিশয় বিরক্তি প্রকাশ করিলেন ; কিন্তু আলিবদী তাহাকে প্রবোধ দিলেন যে, এই ঘটনার সহিত তাহার ও সিরাজের কোন সংস্রব নাই, মহম্মদ সাদক স্বভাবসিদ্ধ হঠকারিতাদ্বারা পরিচালিত হইয়াই এই দুষ্কাৰ্য্য সাধন করিয়াছে। এই সময় পুৰ্ব্বোক্ত বোজরগ উমেদপুর পরগণা ও বাখরগঞ্জ জিলার অন্তর্গত সেলিমাবাদ পরগণার সাড়ে এগার আনা অংশ আগাবাখরের অধিকারে ছিল । নিবাহস ঐ উভয় সম্পত্তি বাজেয়াপ্ত করিয়া রাজবল্লভের সংরক্ষণে স্থাপন করিলেন (১)। বোধ হয় জামাতার সহিত প্রকাশু্যে সদ্ভাব রক্ষা করিবার অভিপ্রায়ে আলিবর্দী এই কার্য্যে কোন বাধা প্রদান করেন নাই (২) । (>) History of Backergunge by Beveridge, Pages 94 and 438 and also Hunter's Statistical Account of Backergunge, Page 222. (২) আগাবাথরের নিধন সম্বন্ধে পুৰ্ব্বাঞ্চলে যে কিংবদন্তী প্রচলিত আছে তাহার কোন ঐতিহাসিক ভিত্তি নাই। পাঠকবর্গের কৌতুহল পরিতৃপ্তির নিমিত্ত নিয়ে তাহ উদ্ধত করা হইল । “বাখরগঞ্জের অন্তর্গত বেজিরগ উমেদপুর পরগণার জমিদার আগাবাখর সাতিশয় পরাক্রান্ত ছিলেন । তিনি রাজবল্লত্তের উন্নতিতে ঈর্ষাম্বিত হন এবং তঁহাকে একদ। স্বকীয় ভবনে নিমন্ত্রণ করেন । রাজবল্লভকে অপদস্থ করাই আগাবাথরের মনোগত অভিপ্রায় ছিল এবং নিমন্ত্রণে উপস্থিত হুইবার কাল সন্ধ্যার পরবর্তী সময় নির্দিষ্ট হইয়াছিল। প্রদোষকালে রাজবল্লভ আগবাখরের আলয়ে সমুপস্থিত হইয়। দেখিতে পাইলেন যে ঐ গৃহ আলোকমালায় সমুজ্জল হইয়াছে। ক্রমে তিনি দ্বারদেশে উপনীত হইলেই হঠাৎ সমস্ত আলো নির্বাপিত হইল। আগাবাখরের জনৈক ভৃত্যু রাজবল্লভের হস্ত ধারণ করিয়া পণ প্রদর্শন করিতে করিতে অগ্রসর হইল এবং যেই তিনি বৈঠকখানায় উপস্থিত হইলেন অমনি ঐ গৃহ, হঠাৎ আলোকিত হুইল। তখন তিনি দেখিতে পাইলেন যে ঐ কক্ষের গবাক্ষ পাখে জনৈক রমণী উপবিষ্ট রহিয়াছে এবং তাহার নাসিকার সহিত যে আভরণ পরিদোলায়মান হুইতেছে, ঐ আভরণের