পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

U ott ) আৰ্ত্তনাদ উখিত হইল। প্রিয়পুত্র এক্রাম উদৌল্লার মৃতদেহ উদ্যান বাটিকার যে স্থলে সমাহিত হইয়াছিল, নিবাইসের মৃতদেহ তাহার পাশ্বদেশে সমাহিত হইল। যাহার অদর্শনে নিবাহস জুৰ্ব্বিসহ যাতন। উপভোগ করিতেছিলেন, অদ্য তাহারই সহিত মিলিত হইয়। নিবাহসের পবিত্র আত্মা শান্তিলাভ করিল, কিন্তু মুরশিদাবাদের অনাথ বালক বালিকা ও দুঃস্থ অধিবাসিগণ চিরকালের নিমিত্ত আশ্রয়শূন্য হইল (১)। এক্ষণে ঘেসেটি বিবীর প্রতি অপ্রাপ্তবয়স্ক মবারক উদ্দৌল্লার সংরক্ষণের ভার নিপতিত হইল। তিনি রাজবল্লভকে পুৰ্ব্বপদে স্থিরতর রাখিয়া, তাহার সহায়তায় ঢাকাবিভাগের শাসনদও পরিচালনা করিতে প্রবৃত্ত হইলেন । নজর আলি নামক জনৈক মুসলমান ঘেসেটি বিধার সেনাদলের নায়ক ছিলেন। হোসেন কুলী খার সহিত ঐ সেনানায়কের শরীরগত অনেক সাদৃপ্ত ছিল । হোসেনের মৃত্যুর পর হটতে এই ব্যক্তিষ্ট ঐ মহিলার অনুগ্রহভাজন হইয়াছিল (২) । - (3) English Translation of Sair Motakharin by Haji Mostapha, Vol. II, pages 126, 127 and 128. (*) English Translation of Sair Motakharin, by Haji Mostapha Vol. II, pages 156 and 186. শ্ৰীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ মহাশয় ১২৮৯ সনের বন্ধবের ৭৭ পৃষ্ঠায় লিপিয়ছেন, “নিবাইস অকালে পরলোক গমন করিলে আলিবদী স্বীয় দুহিতাকে স্বামীর সিংহাসনে স্থিরতর রাখলেন। এই সময় রাজবল্লভ প্রধান রাজপুরুষ। ক্রমে তাহার সহিত বিধবা শাসনকত্রীর একটি ঘৃণিত সম্পর্ক স্বল্প হইল। জনৈক বিখ্যাত ধতিহাসিক লিখিয়াছেন, নিবাইস-পত্নীর সহিত রাজবল্লভের যে সম্পর্ক হইয়াছিল, তাহ। জাতি, ধৰ্ম্ম, ব্যবহার ও বিধিবিরুদ্ধ বটে।” - নিবাইস কখনও অকালে কালগ্রাসে পতিত হন নাই । ১৭৫৬ পৃষ্টাব্দের জানুয়ারী মাসে তিনি পরলোক গমন করেন এবং ঐ ঘটনার ২৩ মাস মধ্যে তদীয় কনিষ্ঠ ভ্রাতা সেয়দ আহম্মদ জ্যেষ্ঠভ্রাতার অনুবৰ্ত্তী হন । এই সময় সৈয়দ আহম্মদের বয়ঃক্রম ৬৮ **Acade afo Käätsgå (English Translation of Motakhrin, Vol. ii. page 141, সায়র মোতাক্ষরীণ প্রণেতা গোলাম হোসেন, সৈয়দ আহম্মদ সম্বন্ধে বলিতেছেন "fতনি ৬০ বৎসর বয়স্ক প্রবীণ ব্যক্তি এবং আমি মাত্র ২৭ বৎসর বয়স্ক যুবক ।