পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ श्रब्रिट्छ्झ ইংরেজ বণিকৃ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বাণিজ্য করিবার উদ্দেশুে ভারতবর্ষে উপস্থিত হইয়া সৰ্ব্ব প্রথম স্বরাট বন্দরে কুঠ সংস্থাপিত করেন। ১৬৩৬ খৃষ্টাবে ঐ কুঠীর চিকিৎসক ব্রাউটন সাহেব, সম্রাট সাজাহানের কস্তাকে রোগমুক্ত করিয়া, ইংরেজ কোম্পানির অনুকুলে বিনা শুল্কে বাঙ্গালা দেশে বাণিজ্য করিবার অধিকার প্রাপ্ত হন। এই সময় মুলতান মুজ। বাঙ্গাল দেশের শাসনকর্তৃপদে নিযুক্ত ছিলেন। ব্রাউটন সাহেব বাদসাহ-প্রদত্ত সনন্দ সহ বাঙ্গালায় আগমন করিলে, সুলতান মুজা তাহাকে তদীয় প্রিয়তম মহিষীর চিকিৎসার নিমিত্ত আহবান করেন। ঐ মহিলা দুশ্চিকিৎসা রোগে আক্রান্ত হইয়াছিলেন এবং দেশীয় কোন চিকিৎসকই তাহার রোগ অপনোদন করিতে সমর্থ হন নাই । ইংরেজ ভিধকের চিকিৎসা-কৌশলে তিনি অচিরে রোগমুক্ত হইলেন ও সুলতান সুজা প্রীত হইয়া ব্রাউটন সাহেবকে রাজবৈদ্য পদে নিযুক্ত করিলেন। ব্রাউটন সাহেবের এই অভিনব কৃতকাৰ্য্যতার অব্যবহিত পরে, মুরাটের কুঠার অধ্যক্ষে উদ্যোগে ১৬৪০ খৃষ্টাব্দে ইংলণ্ড হইতে দুই খানি বাণিজ্য পোত বাঙ্গালা দেশে আগমন করে । ব্রাউটনের অনুগ্রহে উভয় পোতের অধ্যক্ষই নবাবের দরবারে সাদরে অভ্যর্থত হইয়াছিল। ইউরোপ হইতে যে সমস্ত পণ্যদ্রব্য এ দেশে প্রেরিত হইত, তদ্বারা পাশ্চাত্য বণিক সম্প্রদায় তাদৃশ লাভবান হইতেন না। কিন্তু রেশম ও কাপাসনিৰ্ম্মিত বস্ত্র প্রভৃতি যে সমস্ত পণ্যদ্রব্য এ দেশ হইতে প্রেরিত হইয়া ইউরোপে বিক্রীত হইত, তদ্বারাই ঐ বণিক সম্প্রদায়