পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৬৪ ) পাশ্চাত্য বণিক সম্প্রদায়ের নিকট প্রচলিত ‘নজরানা” তলপ করেন । তাহারা প্রথমতঃ ঐ নজরানা দিতে অস্বীকার করে। অবশেষে রাজবল্লভ তাহাদের বাণিজ্য বন্ধ করিবার ভয় প্রদর্শন করিলে, ইংরেজ ও ফরাসিস প্রভৃতি প্রত্যেক জাতীয় বণিকূ-সম্প্রদায় ৪৩০০ টাকা নজরানা দিয়া তাহার অনুকম্পা লাভ করে (১) । এক্রামউদ্দৌল্লার মৃত্যুর পর মোবারকউদৌল্লা ঢাকার নবাবী পদ লাভ করিলে রাজবল্লভ এই নব-নিযুক্ত শাসনকৰ্ত্তার নজরানাস্বরূপ ইংরেজ কোম্পানির নিকট দশ সহস্র মুদ্র দাবি করেন । ইংরেজ কোম্পানি প্রথমতঃ র্তাহাদের দেওয়ান ও আমমোক্তারের যোগে রাজবল্লভকে জ্ঞাপন করেন যে, ফরাসিস ও ওলন্দাজ বণিকৃগণ ঐ রূপ অর্থ প্রদান না করিলে তাহারা কোন অর্থ প্রদান করিবেন না। রাজবল্লভ ইংরেজের দেওয়ানকে কারারুদ্ধ করেন এবং ঐ আমমোক্তার দ্বারা ইংরেজদিগকে বলিয়া পাঠান যে, নজরানা প্রদান না করিলে তাহাদিগকে প্রচলিত উপঢৌকন দিতে হইবে । এই সময় ইংরেজদিগের যে সমস্ত বাণিজ্য নৌকা বাখরগঞ্জ হইতে যাত্রা করিয়াছিল, রাজবল্লভ আদেশ প্রচার করিয়া তৎসমস্ত আটক করেন । অগত্য ইংরেজগণ তিনসহস্র মুদ্র। প্রদান করিয়া নিস্কৃতি লাভ করেন (২) । (5) Long's Unpublished Records of Government, from 1747 to 1767 page 52–Despatch dated the 1st March 1754. (*) The 30th December 1754—Rajbullab Devan initimates that on the charge of the Hö. Nawabship of Dacca which is now in the name of Moradudullah, he expects a large present and hints a sum of rupees ten thousand. Resolved to pay three thousand, if payment is absolutely necessary—India Office Record, quoted at page 43, "istory of Backergunge by Beveridge. * * Consultation dated the 12th February 1755–Long's Unpublished Records of Government, from 1747 to 1767 page 55.