পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ఆఆ ) উঠিতে পারে নাই। স্থতরাং নাবিকগণ এই অভিনব আদেশ পাইয়৷ কিঞ্চিৎ বিস্মিত হইল। অবশেষে তিনি রহস্য উদঘাটন করিলে, তাহারা বড় গঙ্গা অবলম্বন পূৰ্ব্বক ক্রমে জেলেঙ্গী ও হুগলী নদী অতিক্রম করিয়া কলিকাতায় উপস্থিত হইল। কৃষ্ণদাসের আগমনের অব্যবঙ্কিত পূৰ্ব্বে ওয়াটু সাহেবের প্রেরিত লিপি কলিকাতায় পৌঁছিয়াছিল। অধ্যক্ষ ড্রেক সাহেব তৎকালে বায়ু পরিবর্তনের নিমিত্ত বালেশ্বরে অবস্থান করিতেছিলেন। কেন্সিলের অপর সদস্যগণ ওয়াটু সাহেবের মতের প্রতি নির্ভর করিয়া কৃষ্ণদাসকে কলিকাতায় অবতরণ করিবার আদেশ প্রদান করিলেন। তদনুসারে কৃষ্ণদাস ধন সম্পত্তি ও পরিজম সহ আমিনচাদের আলয়ে উপস্থিত হইয়৷ তথায় অবস্থান করিতে লাগিলেন (১) । - রাজবল্লভ যাহা আশঙ্কা করিয়াছিলেন, কার্য্যেও তাহাই সংঘটিত হইল। সিরাজ রাজবল্লভকে করায়ত্ত করিবার উদেখে, তাহার ধনরত্ন হস্তগত করিবার সংকল্প করিয়া অবিলম্বে ঢাকায় লোক প্রেরণ করিলেন (২) । সিরাজের প্রেরিত চর ঢাকায় উপস্থিত হইবার পূৰ্ব্বেছ (2) Orm’s Indoostan, Vol. II. pages 51. (২) প্রযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ মহাশয় ১২৮৯ সনের বান্ধব পত্রিকার ৮• পৃষ্ঠায় লিথিয়াছেন, “বিশ্বাসঘাতক নরাধম রাজ রাজবল্লভ চাকার রাজকীয় ধনাগার হইতে দুই কোটী টাকা অস্কায়রপে আত্মসাৎ করিয়াছিলেন। সিরাজ যখন ঢাকার নেযাবতীর নিকাস ও রাজস্ব তলপ করেন, তখন কৃষ্ণদাস সেই সকল লইয়। কলিকাতায় পলায়ন করেন। এখন পাঠকগণ বিচার করিয়া বলুন সিরাজ দ্বন্ধ ভ कि ब्राबवल्लङ ७ ॐाशत्र शूख झर्क.ख” । - - রাজবল্লভ যে দুই কোটি টাক, কিংবা কোন টাকা আত্মসাৎ করিয়াছিলেন, তাহ। জঙ্কিকৃত হিন্দুস্তান, টাৱিকি মুজাফী, চাহাৰ গুলজার স্বজাহ, রিয়াজু সেলাতিন প্রভৃতি কোন প্রামাণ্য ইতিহাসেই লিখিত নাই। এই উক্তি কৈলাস বাবুর কল্পনাअर्ऊ भाऊ । कूक्षझाcनग्न निकt cष ब्राबर পাওলী ছিল তাহারও কোন প্রমাণ নাই। फेब्रिक् िभूछाकद्रौ मामक इंउिशश्न उँtझ५ श्राप्इ cष, निब्राछ क्लकनाप्नब्र निक ब्राज* ভলপ কৰিয়াছিলেন অন্ত কোন ইতিহাসে এই কথার উল্লেখ মাত্রও নাই। এই