পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( wו כ ) শাসন-কর্তৃত্ব পরিত্যাগ করিয়া পিতৃৰ্যের পক্ষ অবলম্বন করেন। এই সময় রায়জুল্লভ উড়িষ্যার সুবাদারিপদে নিযুক্ত হন । এই ঘটনার অব্যবহিত পরেই মহারাষ্ট্ৰীয়গণ উড়িষ্যায় প্রবেশ করিয়া রায়দুল্লকে কারারুদ্ধ করে এবং প্রায় এক বৎসরকাল তিনি কারাযন্ত্রণা ভোগ করেন। অবশেষে আলিবর্দী খাঁ মহারাষ্ট্রীয়দিগকে একলক্ষ মুদ্রা প্রদান করিয়া রায়দুল্লাভের স্বাধীনতা ক্রয় করিয়াছিলেন। ১৭৫২ খৃষ্টাব্দে জানকীরাম পরলোক গমন করিলে রামুদুল্লভ তৎস্থলে সমরসচিবের পদে নিযুক্ত হন। - রামনারায়ণ বাল্যকালে আলিবর্দীর সংসারে প্রতিপালিত হইয়াছিলেন। জয়নদিন আহাম্মদ বিহার প্রদেশের সুবাদার নিযুক্ত হইলে তিনি জয়নদিনের খাসনবীসের পদ লাভ করেন ও ক্রমে কাৰ্য্যদক্ষতা প্রকাশ করিয়া ঐ প্রদেশের সহকারী দেওয়ানের পদে উন্নীত হন । জানকীরাম সিরাজের প্রতিনিধি স্বরূপ যে সময় পাটনায় শাসন দণ্ড পরিচালনা করিতেছিলেন, তৎকালে রামনারায়ণ র্তাহার প্রধান সচিবের পদ লাভ করেন এবং জানকীরাম লোকান্তরিত হইলে তিনি ঐ প্রদেশের শাসন-কর্তৃপদে নিযুক্ত হন। মীরজাফর আলিবর্দীর বৈমাত্রেয় ভগিনীকে বিবাহ করিয়াছিলেন । আলিবর্দী বাঙ্গালার সিংহাসনে আরোহণ করিয়া মীরজাফরকে সৈনিক বিভাগের বকৃসির পদ প্রদান করেন। যে সময় রায়দুল্লভ উড়িষ্যার মুবাদারিপদে নিযুক্ত ছিলেন, তৎকালে মীরজাফর মেদিনীপুর ও হুগলীর ফৌজদারের কার্য্য নিৰ্ব্বাহ করিতেন ।" রায়দুল্লভ মহারাষ্ট্রীয়গণ কর্তৃক কারারুদ্ধ হইলে, সৈয়দ আহম্মদ ঐ প্রদেশের শাসন কর্তা ও মীরজাফর তাহার সহকারী পদে নিযুক্ত হন। এই সময় আলিবর্দী মীরজাফরকে সসৈন্তে মহারাষ্ট্ৰীয়গণের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলেন। শত্রু সৈন্তের সন্মুখীন হইবামাত্র মীরজাফরের হৃৎকম্প উপস্থিত হইল এবং তিমি