পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৯৮ ) যে সময় কৃষ্ণচন্দ্র নন্দকুমার কর্তৃক উৎপীড়িত হইতেছিলেন, তৎকালে রাজবল্লভ মীরণের প্রধান সচিবের পদে নিযুক্ত ছিলেন। বোধ হয় এই বিপদের সময়ই কৃষ্ণচন্দ্র রাজবল্লভের সহায়তায় কিস্তিবনী সম্পাদন করিয়া উপস্থিত বিপদ হইতে মুক্ত হইয়াছিলেন। জনশ্রুতি এই যে, কৃষ্ণচন্দ্র হস্তচালনা বিদ্যা শিক্ষা করিয়াছিলেন এবং ঐ বিদ্যাদ্বারা তিনি রাজবল্লভের মহত্ত্বের পরিচয় লাভ করিয়া র্তাহার আশ্রয়-প্রার্থী হন। কৃষ্ণচন্দ্র হস্তচালনা দ্বারা যে শ্লোক প্রাপ্ত হইয়াছিলেন, তাহ রাজবল্লভের জন্মবৃত্তান্তে উল্লেখ করা হইয়াছে ; সুতরাং এস্থলে তাহার পুনরুল্লেখ নিম্প্রয়োজন ।