পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०० ) ক্লাইব ও মীরণের সেনাদল পাটনার নিকটবৰ্ত্তী হইয়াছে শুনিয়া রামনারায়ণ সাহস অবলম্বন করিলেন এবং প্রকাষ্ঠভাবে বাদসাহ পুত্রের বিরুদ্ধাচারণে প্রবৃত্ত হইলেন। আলি গছরের সেনাদল রামনারায়ণের ঈদৃশ ব্যবহারে সাতিশয় উত্তেজিত হইয়া পাটনা নগরী অবরোধ করিল ; কিন্তু ক্লাইব ও মীরণের আগমনবার্তা শ্রবণ করিয়া তাহারা অত্যন্ত শঙ্কিত হইল এবং অবরোধ পরিত্যাগ পূৰ্ব্বক যথাস্থানে প্রস্থান করিল। এক্ষণে স্বয়ং আলি গহুর সন্ধির প্রার্থী হইলেন এবং ক্লাইব তাহার সহিত সন্ধি সংস্থাপন করিয়া মীরণের সহিত পুনরায় মুরশিদাবাদে প্রস্থান করিলেন । মীরণ ও ক্লাইবকে পাটনায় প্রেরণ করিয়া মীরজাফর তাহাদিগের পশ্চাৎবর্তী হইয়াছিলেন । তিনি রাজমহলে উপস্থিত হইলে, মীরণ ও ক্লাইব পাটনা হইতে প্রত্যাবৃত্ত হইয়া তথায় তাহার সহিত সাক্ষাৎ করেন। এক্ষণে সকলে একযোগে মুরশিদাবাদে প্রত্যাবৰ্ত্তন করিলেন । এই সময় মীরজাফর বোজরগ উমেদপুর পরগণার ভূতপূৰ্ব্ব জমিদার-পুত্ৰ মহম্মদ সাদকের জীবন সংহার করিয়া বিজয়োৎসব সম্পন্ন করেন (১)। এই দুরাত্ম। সিরাজউদৌল্লা কর্তৃক প্রণোদিত হইয়। ঢাকার প্রতিনিধি শাসনকৰ্ত্ত হাসনউদ্দিন খার জীবন সংহার করিয়াছিল । ভগবান এতদিনে তাহাকে উপযুক্ত শাস্তি প্রদান করিলেন। আগাবাথরের বিদ্রোহ হইতে বোজরগ উমেদপুর পরগণা বাজেয়াপ্ত হইয়া রাজবল্লা শুর সংরক্ষণে অপিত ছিল । এক্ষণ হইতে মীরজাফর র্তাহাকে ঐ পরগণার জমিদারী-স্বত্ব প্রদান করিলেন (২) । (3) English Translation of Sair Motakharin. (*) Hunter's Statistical Account of Backergunge, page 223. শোভাবাজারের রাজবংশের আদিপুরুষ রাজা নবকৃষ্ণ মুনসি, ১৭৭৭ সনের ১৮ই নবেম্বর তারিখে, গবর্ণর জেনারেল সমীপে যে আবেদন করেন, তাহাতে লিখিত আছে যে, আলিবন্দীর শাসনকালে রাজবল্লভ বোজরগ উমেদপুর পরগণার জমিদারী স্বত্ব