পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ রাজবল্লভ রণক্ষেত্রে ক্লাইবের সহিত সন্ধি সংস্থাপন করিয়া আলি গহুর চিতরপুর নামক স্থানে অবস্থান করিতেছিলেন। ইতিমধ্যে মীরজাফরের অকৰ্ম্মণ্যতার বিষয় তাহার কর্ণগোচর হইলে, তিনি পুনরায় বেহার প্রদেশে অভিযান করিতে মনন করিলেন। কঙ্কর র্থ ও দিলার র্থ নামক বেহার প্রদেশস্ত জমিদারদ্বয় তাহার পক্ষাবলম্বন করিল এবং তিনি অবিলম্বে সসৈন্তে পাটনার নিকটে আসিয়া উপস্থিত হইলেন। এই সময় রেহিম খা নামক সেনানীর অধীনতায়, কতিপয় আফগান সেনা মুরশিদাবাদ হইতে রামনারায়ণের সাহায্যাৰ্থ প্রেরিত হইয়াছিল, এবং ইংরেজ সেনানী কাপ্তান ক্রাফটন স্বীয় সেনাদল ও কতিপয় কামান লইয়া রামনারায়ণের সহিত যোগদান করিয়াছিলেন। রামনারায়ণ এই সমস্ত সহায় অবলম্বন করিয়া টিকারি নামক স্থানে শিবির সন্নিবেশ পূৰ্ব্বক সম্রাটতনয়ের প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহার প্রজার সৰ্ব্বনাশ করিয়া ধনসঞ্চয় করিতে লাগিলেন। পূৰ্ব্ব হইতেই মহাশয় যশোবন্ত সিংহ ঢাকা নেযাবতের দেওয়ানের পদে নিযুক্ত ছিলেন। তিনি মুরাদআলি ও রাজবল্লভের আচরণে নিতান্ত ত্যক্ত হইয়। স্বীয়পদ ত্যাগ করিলেন । যশোবস্থ সিংহের কার্য পরিত্যাগে সেই দুৰ্ব্বিনীতদিগের অত্যাচার বৃদ্ধিপ্রাপ্ত হইতে লাগিল । তৎকালে পূৰ্ব্ববঙ্গের যে অবস্থা হইয়াছিল, তাহ স্মরণ করিলে হৃদয় বিদীর্ণ হয়। কি প্রজ, কি ভূম্যধিকারী, রাজবল্লভকে উৎকোচ দ্বারা সস্তুষ্ট রাখিতে না পারিলে কাহারও নিষ্কৃতি ছিল না। এই সময় রাজবল্লভ জমিদারদিগের সর্বনাশ করিয়া জমিদারী সঞ্চয় করিতে লাগিলেন। - ভাটি প্রদেশস্থ বেজরগ উমেদপুর পরগণা প্তাহার প্রথম ভূ সম্পত্তি।"