পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R. " ) পলায়ন পূৰ্ব্বক আজিমাবাদে প্রবেশ করিলেন। বোইম খাঁ। মুরশিদtবাদ পরিত্যাগ করিয়া পাটনার অভিমুখে অগ্রসর হইলে, মীরজাফরের আহবান মতে ক্লাইব সসৈন্তে মুরশিদাবাদে উপস্থিত হইয়াছিলেন। এক্ষণে ক্লাইব ও মীরণ রামনারায়ণের সাহায্য করিবার নিমিত্ত পাটনা অভিমুখে যাত্রা করিলেন । রাজবল্লভ মীরণের সহকারিরূপে তাহার অনুবত্তী হইলেন। মীরণ ও রাজবল্লভ অগ্রবর্তী হইয়া ক্রমে উদয়নালা নামক স্থানে উপস্থিত হইলে সম্রাটু সেনার সহিত র্তাহাদের সাক্ষাৎ হইল। সম্রাটু সেন রামনারায়ণকে দেহবা নদীর তীরে পরাভূত করিয়া এই পথে মুরশিদাবাদের দিকে অগ্রসর হইতেছিল। এই স্থলে উভয়পক্ষে তুমুল সংগ্রাম উপস্থিত হইল। প্রথমতঃ রাজবল্লভ সম্রাটু সেনার সম্মুখীন হইলেন । কিন্তু বিপক্ষ সেনার বেগ সহ্য কfরতে অসমর্থ হইয়। তিনি সাহেবের যে চিঠি উদ্ধত করা হইয়াছে তাহাতে অবগত হওয়া যায় যে, রাজবল্লভের পক্ষে লাল। রামপ্রসাদ ঐ পরগণার শাসন সংরক্ষণ করিতেন । যে জমিদারী বাজেয়াপ্ত হইয় রাজবল্লভের শাসনে অৰ্পিত হইল, তাহা লাল রামপ্রসাদ কিরূপে হস্তগত করিতে পারেন ত৷হ। সহজে বোধগম্য নহে । রাজবল্লভ যে রামপ্রসাদকে তপে আলাপুর ও জোয়ার হাসনাবাদ দিয়াছিলেন তাহ ভয়ে নহে। পরিশিষ্ট্রে টমসন সাহেবের যে চিঠি উদ্ধত করা হইয়াছে তাহ পাঠে অবগত হওয়া যায়, লাল রামপ্রসাদ রাজবল্লভের কৰ্ম্মচারী ছিলেন, স্বতরাং ঐ দান অনুগ্রহ বশতঃ হওয়াই সম্ভবপর । কৈলাস বাবু বলেন যে, এই পরগণ মুরাদ আলির শাসন সময়ে রাজবল্লভের হস্তগত হইয়াছিল । তাহার এই উক্তিও সম্পূর্ণ ভ্ৰমাত্মক । ১৭৪০ খ্ৰীষ্টাব্দে গিরীয়ার যুদ্ধের অবসানে, মুরাদ আলি কাৰ্য্য হইতে অপস্থত হন এবং নিবাইস তৎপদে নিযুক্ত হন। ১৭৫৪ খ্ৰীষ্টাব্দে বোজরগ উমেদপুর পরগণা রাজবল্লভের শাসনে অপিত হয়। এতদ্বার। প্রতীয়মান হইতেছে যে, মুরাদ আলির শাসন-কর্তৃত্ব শেষ হওয়ার চতুর্দশ বৎসর পর রাজবল্লভের সহিত এই পরগণায় সম্বন্ধ স্থাপিত হইয়াছিল। কৈলাস বাবু বলেন, "এই পরগণা সম্বন্ধে রাজবল্লভের অনেক কীৰ্ত্তি আছে” কিন্তু তিনি একটি কীৰ্ত্তির কথাও প্রকাশ করেন নাই । বিদ্রোহীর সম্পত্তি চিরকালই রাজবিধি অনুসারে বাজেয়াপ্ত হইতেছে। আগাৰখর বিদ্রোহিতা অবলম্বন করিয়াছিল;