পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०२ ) সিতাব রায় কতিপয় সৈন্য লইয়া খাদেম হাসনের বিরুদ্ধে যাত্রা করিলেন। প্রথমতঃ খাদেম হাসনের সৈন্তগণ নক্স ও সিতাব রায়ের উপর আপতিত হইয় তাহাদিগকে বিপৰ্য্যস্ত করিবার উপক্রম করিয়াছিল। কিন্তু বিজয়লক্ষী অবশেষে নক্স ও সীতাব রায়ের অঙ্কশায়িনী হইলেন। খাদেম হাসন পরাভূত হইয়া বেতিয়া নামক স্থানে প্রস্থান করিল। এই যুদ্ধে সিতাব রায় প্রভূত বীরত্ব প্রদর্শন করিয়াছিলেন। মীরণ ও রাজবল্লভ উদয়নালার যুদ্ধের পর শুনিতে পাইলেন যে, সম্রাট পাটনা নগরী অবরোধ করিয়াছেন। এই সংবাদ প্রাপ্তিমাত্র র্তাহার। উভয়ে দ্রুতপদে পাটনায় উপস্থিত হইয়া অবগত হইলেন, সম্রাট্‌ গয়ামনপুরা প্রস্থান করিয়াছেন। এক্ষণে র্তাহার খাদেম হাসনের অনুসরণে বেতিয়ার দিকে অগ্রসর হইলেন। খাদেম হাসন এই বার্তা শ্রবণ করিয়া তাহাদের সম্মুখদেশ হইতে প্রস্থান করিতে লাগিল । ক্রমে উভয় সৈন্যদল ১৭৬০ খ্ৰীষ্টাব্দের ২রা জুলাই তারিখে এক অপরিজ্ঞাত নদীর তীরে সমুপস্থিত হইল। এক্ষণে খাদেম হাসন বিষম সংকটে পড়িল, তাহার সম্মুখভাগে দুস্তর স্রোতঃস্বতী এবং পশ্চাৎভাগে শত্রসেনা । শোচনীয় অবস্থাপন্ন হইয়া খাদেম হাসন প্রতিমুহূৰ্ত্তে শক্রর হস্তে নিপতিত হইবার আশঙ্কা করিতে লাগিল । এই সময় প্রবলবেগে ঝড় ও বৃষ্টি আরম্ভ হইয়াছিল। মীরণের সৈন্তগণ এই দুৰ্য্যোগে সন্মুখদেশে অগ্রসর না হইয়া নদীর তীরে শিবির সংস্থাপন করিল। ক্রমে ঝড়ের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুষল ধারায় বৃষ্টি পড়িতে লাগিল। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকিত হইয়া শিবিরাভ্যন্তরস্থ সেনাগণের মনে আতঙ্ক সঞ্চার করিতে লাগিল । এই অবস্থায় রজনীর সাৰ্দ্ধ প্রহর অতিবাহিত হইল ; কিন্তু ঝড় বৃষ্টির বিরাম হইল না। সমস্ত গগনমণ্ডল মেঘে পরিপূর্ণ ছিল, ও দিঙ মণ্ডল নিবিড় অন্ধকারে সমাচ্ছন্ন হইয়াছিল। মীরণ অনুচরবর্গ সহ এক সমুন্নত পটমণ্ডপে