পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२० ) কিয়ৎকাল অতীত হইলে মীরকাসেম রাজকীয় কার্য্যের ভান করিয়া পুনরায় কলিকাতায় উপস্থিত হইলেন। এইবার তিনি কৌন্সিলের সমস্ত সদস্যগণের নিকট মীরজাফরের অকৰ্ম্মণ্যতার বিষয় বিশদভাবে প্রকাশ করিলেন, এবং প্রস্তাব করিলেন, “আমাকে নবাবী প্রদান করিলে আমি মীরজাফরের অঙ্গীকৃত সমস্ত অর্থ পরিশোধ করিব ও সদস্যগণকে উপঢৌকন স্বরূপ বিশ লক্ষ মুদ্র প্রদান করিব” (১)। প্রেসিডেন্ট ভান্সিটার্ট সাহেব এই প্রস্তাবে সম্মত হইয়াই সসৈন্ত মুরশিদাবাদে উপস্থিত হইলেন, এবং মীর কাসেমের হস্তে রাজকীয় ক্ষমতা অর্পণ করিবার নিমিত্ত মীর জাফরকে অনুরোধ করিলেন। মীর জাফর এই প্রস্তাবে অসম্মত হইলে, ইংরেজ সেনা তাছার প্রাসাদ অবরোধ করিল এবং তাহাকে বনী করিয়া কলিকাতায় লইয়া গেল। এই সময়, অর্থাৎ ১৭৬০ খ্ৰীষ্টাব্দের ৪ঠা মার্চ তারিখে, মীর কাসেম বাঙ্গালা, বিহার ও উড়িষ্যার নবাবের পদে অভিষিক্ত হইলেন (২) সিংহাসনে আরোহণ করিয়া মীর কাসেম, বীরভূমের রাজাকে নির্দিষ্ট রাজস্ব অপেক্ষা অধিক অর্থ প্রদান করিতে আদেশ করিলেন। বীরভূমের রাজা ঐ অন্যায় প্রস্তাবে অসন্মতি জ্ঞাপন করিলে, তিনি সসৈন্তে তথায় গিয়া ঐ রাজাকে পরাভূত করিলেন (৩)। ইতিমধ্যে সংবাদ আসিল যে মেজর কর্ণাক, রামনারায়ণ ও রাজবল্লভ সম্রাটের সহিত আজিমাবাদের প্রান্তভাগে টুপনীত হইয়াছেন। সলিঙ্কচিত্ত (S) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II page 379. r > (२) Do. page 385. (9) Do, page 393.