পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२० ) মীর কাসেম ইহাতে বিপদের আশঙ্কা করিয়া দ্রুতপদে আজিমাবাদেয় দিকে ধাবমান হইলেন (১)। - পাটনায় আসিয়াই তিনি প্রথমতঃ জাফর খার উদ্যানে উপস্থিত হইলেন। নবাবী লাভ করিবার পর হইতে এ পর্য্যন্ত র্তাহার সহিত রাজবল্লভ ও রামনারায়ণের সাক্ষাৎ হয় নাই। র্তাহারা উভয়ে অবিলম্বে নীর কাসেমের শিবিরে আগমন করিয়া, তাহাকে নবাব বলিয়া অভিবাদন করিলেন। অতঃপর রামনারায়ণ স্বকীয় সেনাদলসহ নগর মধ্যে প্রবেশ করিলেন ; কিন্তু রাজবল্লভ মীরণের সৈন্তসহ মীর কাসেমের সহিত যোগদান করিয়া, তাহার পাশ্বে অবস্তান করিতে লাগিলেন (২) । সম্রাটের বশুতা স্বীকার করা কৰ্ত্তব্য কি না এই সম্বন্ধে মীর কাসেম ইতস্ততঃ করিতেছিলেন। ইংরেজ সেনানী কর্ণাঙ্ক সাহেব মধ্যস্থত। অবলম্বন করিয়া সম্রাটু ও মীর কাসেম, এই উভয়ের মনেমালিন্ত বিদূরিত করিলেন। মীর কাসেম সম্রাট সদনে উপস্থিত হইলেন, এবং রীতিমত অভিবাদন করিয়া একাধিক সহস্ৰ স্বর্ণ মুদ্র। র্তাহার সম্মুখে নজর স্বরূপ সংস্থাপন করিলেন । সম্রাট্র মীর কাসেমকে নাজিমি পদের সননা ও শিরোপা উপহার প্রদান করিলেন । এই সময় স্থিরীকৃত হইল যে, নবাব বার্ষিক ২৬ লক্ষ টাকা সম্রাটুকে করম্বরূপ প্রদান করিবেন। ভান্সিটার্ট সাহেব প্রেসিডেণ্টের পদ লাভ করিলে, কলিকাতা কোন্সিলের সদস্যগণ দুই দলে বিভক্ত হইয়াছিলেন। র্যাহারা ভান্সিটার্ট (>) English Translation of Sair Motakharin, Vol. II. page 407. (২) - জানকীনাথ মজুমদার মহাশয়ের নিকট অবগত হওয়া শিয়ছে যে, রামনারীয়ণের মতে রাজবল্লভ সেনাদল 'হ মীর কাসেমের সহিত যোগদান করিয়া আপনাকে বিপদে নিক্ষেপ করিয়াছিলেন এবং এ নিমিত্ত রামনারায়ণ রাজবল্লভকে “কমূবত্ত্ববাঙ্গালী” বলিয়া গালাগালী দিয়াছিলেন ।