পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२¢ ) নামক তালুক উৎসর্গ করেন। ঐ পাণ্ডার উত্তর পুরুষ ব্রজলাল কুঠী অদ্যাপি ঐ তালুক উপভোগ করিতেছেন। তালুকের বর্তমান বার্ষিক আয় প্রায় সহস্র টাকা। উৎসর্গের সময় তালুকের অন্তর্গত প্রজাগণ যে কর প্রদান করিত, উৎসর্গ-গ্ৰহীতা ও তাহার উত্তর পুরুষগণের অনবধানত বশতঃ ঐ করের আর পরিবর্তন হয় নাই। পার্শ্ববর্তী নিরিখে জমা ধাৰ্য্য হইলে, ঐ তালুকের আয় অন্ততঃ চতুগুণ বৃদ্ধি হইতে পারে।