পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७० ) স্ববাদার, জমাদার এবং হাবিলদার, এই চারি শ্রেণীতে বিভক্ত করিলেন। প্রতি দশ জন সৈন্তের পশ্চাৎভাগ রক্ষা করিবার উদ্দেশ্যে এক এক জন সিপাহী প্রহরস্বিরূপ নিযুক্ত হইল। এই সিপাহী, যুদ্ধের সময় শক্ৰ সৈন্তের প্রতি ধাবমান না হইয়া, উন্মুক্ত তরবারি হস্তে অধীন দশ জন সেনার পশ্চাদ্ভাগে দণ্ডায়মান থাকিত এবং কোন সেনা ঐ সময় পলায়ন করিবার চেষ্টা করিলে তৎক্ষণাৎ ঐ তরবারি দ্বারা তাহাকে দ্বিখণ্ডিত করিয়া ফেলিত (১)। রাজ্যে সুদৃঢ় হইয়া মীরকাসেম নানা অত্যাচারে রত হইলেন। রামনারায়ণ যে কারাগারে নিক্ষিপ্ত হইয়াছিলেন তাহ পূৰ্ব্বেই বলা হইয়াছে। সুন্দর সিংহ এবং গঙ্গাবিষ্ণু নামক রামনারায়ণের কৰ্ম্মচারিদ্বয়ের সমস্ত বিভব বাজেয়াপ্ত হইল। মনসারাম সাহা নামে এক ধনবান বণিক পাটনায় বাস করিতেন ; নবাব তাহার সমস্ত অর্থ লুণ্ঠন করিয়া তাহাকে কাঙ্গালের অবস্থায় পরিণত করিলেন। রামনারাযুণের প্রধান কৰ্ম্মচারী মুরলীধর এবং কোতোয়াল মহম্মদ আফাক ধৃত হইলেন এবং অর্থের নিমিত্ত র্তাহাদের উপর উৎপীড়ন হইতে লাগিল।(২)। অচিরে সীতাবরায়ের প্রতি মীরকাসেমের বিষদৃষ্টি নিপতিত হইল ; কিন্তু ইংরেজগণ র্তাহার পক্ষাবলম্বন করায় নবাব ঐ হিন্দু সেনানীর কোন অনিষ্ট সাধন করিতে পারিলেন না ; সীতাবরায় বাঙ্গালা পরিত্যাগ করিয়া দেশান্তরে চলিয়া গেলেন (৩) । বিহার প্রদেশের জমিদার কঙ্কর খাঁ, বুনিয়াদ সিংহ, ফতে সিংহ ও পালন সিংহের প্রতি নবাব দরবারে উপস্থিত হইবার জন্ত আদেশ প্রচা (2) English Tanslation of Sair Motakharin, Vol. II, page 421. (R) Do. page 419. (3) Do, pages 419 and 42o.