পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৩১ ) রিত হইল। কঙ্কর র্থ ও পহলন সিংহ ঐ আদেশ প্রতিপালন করিলেন না। বুনিয়াদ সিংহ ও ফতেসিংহ নবাব দরবারে উপস্থিত হইলেই মীরকাসেম তাহাদিগকে কারারুদ্ধ করিয়া উভয়ের জমিদারী বাজেয়াপ্ত করিলেন। এক্ষণ হইতে নবাব নরশোণিত লোলুপ হইয়৷ লোকের জীবনসংহার করিতে প্রবৃত্ত হইলেন। অমাত্য সীতারাম, সেনাপতি সাহ আশাতুল্লা এবং তিরন্দাজ রহিমুল্লা নবাবের বিরাগভাজন হইয়া শমনসদনে প্রেরিত হইলেন (১)। ইংরেজদিগের সহিত মীরকাসেমের ইতিপূৰ্ব্বেই মনোবাদের স্বত্রপাত হইয়াছিল। এক্ষণে নবাবের রজ্জতে সর্পভ্রম হইতে লাগিল । যাহার সহিত ইংরেজদিগের কোনরূপ সংস্রব ছিল তাহাকেই তিনি সন্দেহের চক্ষে নিরীক্ষণ করিতে আরম্ভ করিলেন। জগৎশেঠ ফতেচাদ এবং তাহার ভ্রাতা মহারাজ স্বরূপচাদ মুরশিদাবাদে অবস্থান করিতেছিলেন ; মহম্মদ তকীর সাহায্যে নবাব ঐ শেঠ ভ্রাতৃদ্বয়কে ধৃত করিয়া মুঙ্গেরের দুর্গে আবদ্ধ করিলেন (২) । কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, তদীয় পুত্র শিবচন্দ্র এবং রায়রায়ান উমেদরায় অচিরে শেঠদিগের দশা প্রাপ্ত হইলেন। রাজবল্লভ ও তৎপুত্র কৃষ্ণদাস এই সময় পাটনায় ছিলেন । মীর কাসেম হঠাৎ রাজবল্লভকে কাৰ্য্য হইতে অপসারিত করিলেন এবং পিতা ও পুত্র উভয়কে বন্দী করিয়া মুঙ্গেরের দুর্গে আবদ্ধ করিলেন। অচিরে তাহার ধন সম্পত্তি লুণ্ঠন করিবার নিমিত্ত আগারেজ নামক জনৈক সেনানী রাজনগরে প্রেরিত হইল (৩) । (*) English Translation of Sair Motakharin, Vol. II. pages 421, 428, 429, 439 & 440. (R) Do. page 455 & 456. (9) Do, page 431 and History of Backergunge, by Beveridge, page 96. -