পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' ( २७8 ) ধখাসময়ে আগারেজ ও তাহার অনুচরবর্গ রাজনগরে উপস্থিত ইষ্টয়া প্রাসাদের ধন রত্ন লুণ্ঠন করিতে ব্যাপৃত হইল।- রাজভবনের সমস্ত ধন হস্তগত হইলে প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া তিনি নগরবাসী ও পাশ্ববৰ্ত্তী লোকের যথাসৰ্ব্বস্ব অপচরণ করিতে লাগিলেন । এই সময় রাজনগরের যে অবস্থা হৃষ্টয়াছিল - তাছা স্মরণ করিতে হৃৎকম্প উপস্থিত হয়। দুৰ্দ্দাস্ত নবাব-সৈন্তের সম্মুখে দণ্ডায়মান হইতে কোন নগরবাসীই সাহস করিল না । অনেকে ধনরত্ন ফেলিয়া স্ব স্ব জীবন মাত্র লইয়া পলায়ন করিল এবং কেহ বা ভাগ্য পরীক্ষার নিমিত্ত আপন আপন গুছ মধ্যেই অবস্থান করিতে লাগিল । আগারে জাও প্তাহার অনুচরবর্গ মাসাধিককাল রাজনগর ও পাশ্ববর্তী গ্রাম সমূহ লুণ্ঠন করিয়া প্রবল ধন পিপাসা নিবৃত্ত করিলেন । এই সময় ঐ দুৰ্ব্বক্তগণ অলঙ্কার উন্মোচন করিবার উদ্দেণ্ডে রমণী, গণের পবিত্র অঙ্গ স্পর্শ করিতে এবং গুপ্তধনের সন্ধান পাইবার অভি• গ্রায়ে নিরীহ অধিবাসিগণের প্রতি নানারূপ অত্যাচার করিতে অকুমাত্রও সংকুচিত হয় নাই। অদ্যাপি ঐ অঞ্চলের প্রত্যেক জননী রোরুদ্যমান শিশুকে শান্ত করিবার নিমিত্ত “ঐ আগারেজা আসিতেছে” বলিয়া ভয় প্রদর্শন করিয়া থাকেন। কেহ কেহ বলেন, এই বিপ্লবের সময় সুপ্রসিদ্ধ কৃষ্ণদেব বিদ্যাবাগীশ স্বকীয় ভবন রক্ষা করিতে সক্ষম হইয়াছিলেন। জনশ্রুতি এই যে, আগারেজ রাজনগরে পদার্পণ করিয়া কিয়ৎকাল মধ্যে জররোগে আক্রান্ত হন, ঐ সময় একদা বিদ্যাবাগীশ মহাশয় আগারেজার শিবিরের সময় কৃষ্ণদাসের সহধৰ্ম্মিণী স্বামী ও শ্বশুরের সহিত পাটনায় অবস্থান করিতেছিলেন ; রাজবল্লভ ও কৃষ্ণদাস বন্দীভূত হইলে, ঐ মহিলা পুরুধের বেশ ধারণ পূর্বক প্রত্যহ কারাগারে গিয়া স্বামিচরণ বন্দনা করিতেন, অবশেষে কৃষ্ণদাসের অনুরোধে তিনি বের গোপালকৃষ্ণেৱ সহিত আগারেজার লুণ্ঠন সময়ের পর দেশে প্রত্যাবৃত্ত হইয় ছিলেন ।